• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিবুকান্তি দাশের ঈদের তিনটি ছড়া


শিবুকান্তি দাশ জুলাই ৬, ২০১৬, ১১:৩৮ এএম
শিবুকান্তি দাশের ঈদের তিনটি ছড়া

দুখি ছেলে

গলির মোড়ে একটি ছেলে
চা দোকানে কাজ করে
কাক ডাকা সেই ভোরে জাগে
কাপ পিরিচ সে ভাজ করে।
রোদ বৃষ্টি হোক না যত
চায়ের চুলা জ্বলছে হায়
একটু উনিষ বিশটা হলে
চড় তাপ্পর যাচ্ছে তাই।
স্কুলে সে যায়নি কভু
মা বাবা কই পায়নি খোঁজ
আজকে এমন খুশির ঈদেও
ডাল ভাতে তার হবে ভোজ।
নতুন জামা জুতো কেনার
শখ ছিল তার খুব
কে দেবে তাই দুঃখ মনে
কান্নাতে দেয় ডুব।

ঈদ মানে

ঈদ মানে হাসি খুশি
ঈদ মানে গান
ঈদ মানে ঘুরে বেড়াই
সারাদিন মান।
ঈদ মানে নতুন নতুন
জামা কাপড় পড়া
ঘুনে ধরা সমাজটাকে
নতুন করে গড়া।
খেতে যারা পাচ্ছে নাকো
দিনে এক বেলা
তাদের ডেকে খেতে দেব
খাবো না একেলা।
আমাদের জোড়া জোড়া
সার্ট প্যান্ট থেকে
সবে মিলে বিলাবো আজ
গরিব-দুখি দেখে।
এ হোক এই ঈদে
সবার শপথ
শান্তির পতাকাটা
উড়ে পতপত।

 গিন্নি খুশি

ঈদ এসেছে গিন্নি খুশি
কিনবে শাড়ি গয়না
কর্তাবাবুর পকেট ফাকা
গিন্নির তর সয়না।
মাসের বাকি আঠোর দিন
বোনাস আরো পরে
ছেলে মেয়ের ফর্দ দেখে
বুক টন টন করে।
মার্কেটের সব দোকানিদের
ঈদ বোনাসের ফাঁদ
একটা কিনলে একটা ফ্রি
ক্রেতার ভাঙ্গে বাধ।
এমনি করে ঈদ কেটে যায়
হয়নি তবু দেনা
কর্তা হাসেন উপরি দিয়েই
সব হয়েছে কেনা।

শিবুকান্তি দাশ :
শিবুকান্তি দাশ, পেশায় সাংবাদিক হলেও পরিচিতি শিশু সাহিত্যিক হিসেবেই। র্দীঘদিন ধরে এ পেশায় থাকার পাশাপাশি শিশুসাহিত্য ও ছড়া নিয়ে চর্চা করে আসছেন। শিশু সাহিত্যে অবদান রাখার জন্য  তিনি পেয়েছেন নানা পুরস্কার ও সম্মাননা। এ বছর বাংলাদেশ শিশু একাডেমী প্রকাশ করেছে তাঁর কিশোর কবিতাগ্রন্থ ‘মাঠ পেরুলেই বাড়ি’। সব মিলিয়ে তার বইয়ের সংখ্যা ১২। তিনি বর্তমানে চট্টগ্রামের প্রভাবশালী পত্রিকা দৈনিক পূর্বকোণ-এর ঢাকা অফিসে সিনিয়র রিপোর্টার হিসেবে কাজ করছেন।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি

Wordbridge School
Link copied!