• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিমুল হত্যার বিচার দাবি প্রবাসী সাংবাদিকদের


মালয়েশিয়া প্রতিনিধি ফেব্রুয়ারি ৮, ২০১৭, ০৮:২৪ পিএম
শিমুল হত্যার বিচার দাবি প্রবাসী সাংবাদিকদের

মালয়েশিয়া: সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেছেন মালয়েশিয়াস্থ বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব।

সোমবার (৮ ফেব্রুয়ারি) রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ে এক প্রতিবাদ সভায় কমিউনিটি প্রেসক্লাবের সাংবাদিকরা এ দাবি করেন।   

বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়ার সভাপতি, এটিএন বাংলার প্রতিনিধি ও বিডিটিভির কর্ণধার এস এম রহমান পারভেজের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক এস এ টিভির মালয়েশিয়া প্রতিনিধি বশির আহমেদ ফারুক, সিনিয়র সহ-সভাপতি যমুনা টিভির আহমাদুল কবির, সহ-সভাপতি আমিনুল ইসলাম রতন, রফিকুল ইসলাম, যুগ্ন-সাধারণ সম্পাদক এনটিভির মালয়েশিয়া প্রতিনিধি কায়সার হামিদ হান্নান, কোষাধ্যক্ষ বিডি নিউজ টুয়েন্টিফোর প্রতিনিধি রফিক আহমদ খান, প্রচার সম্পাদক ডিবিসি টিভির প্রতিনিধি খন্দকার মোস্তাক রয়েল শান্ত, সহ-দপ্তর সম্পাদক প্রবাসীর দিগন্তের কাজী আশরাফুল ইসলাম, সময় টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আবদুল কাদের, আলাউদ্দিন সিদ্দিক ও প্রবাসীর কথা অনলাইনের প্রতিনিধি শাহরিয়ার তারেক।

সংক্ষিপ্ত বক্তব্যে তারা বলেন, সাংবাদিক শিমুল আমাদের সহকর্মী। বিনাদোষে একজন মেয়রের খামখেয়ালিপনার শিকার হয়ে তাকে মরতে হয়েছে। এর দৃষ্টান্তমুলক শাস্তি না হলে এ ধরনের ঘটনা আরো ঘটবে। তাই আমরা এই হত্যাকারির ‍উপযুক্ত শাস্তি চাই।

মোহনা টেলিভিশনের মালয়েশিয়া প্রতিনিধি কমিউনিটি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শামসুজ্জামান নাইমের কোরআন তেলাওয়াত ও আরটিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রয়াত আব্দুল হাকিম শিমুলের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!