• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল বন্ধ


মুন্সীগঞ্জ প্রতিনিধি আগস্ট ১১, ২০১৮, ০৭:৫৬ পিএম
শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল বন্ধ

ফাইল ছবি

মুন্সীগঞ্জ : পদ্মায় নাব্যতা সংকটের কারণে বন্ধ রয়েছে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথের ফেরি চলাচল। পারাপারের অপেক্ষায় দুই পাড়ে সারি বেঁধেছে প্রায় চার শতাধিক গাড়ি। বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট উপ-মহাপরিচালক শাহ খালেদ নেওয়াজ জানান, বেশ কয়েকদিন ধরে নদীতে নাব্যতা সংকট দেখা দেয়।

মুন্সীগঞ্জের লৌহজং টার্নিং পয়েন্টে গেল তিন দিন ধরে প্রায় সময়ই যানবাহন নিয়ে ফেরি আটকে পড়ছে। আর এসব ফেরি আটকে পড়ার কারণে প্রতিদিন কয়েক ঘণ্টা এই রুটে ফেরি চলাচল বন্ধ থাকে।

শনিবার (১১ আগস্ট) নদীতে পানির গভীরতা আরো কমে যাওয়ার কারণে সন্ধ্যা ৬টা থেকে পুরোপুরি বন্ধ হয়ে যায় ফেরি চলাচল। তিনি আরো জানান, ফেরি স্বাভাবিক চলতে কমপক্ষে আট ফুট পানির গভীরতা প্রয়োজন হলেও বর্তমানে নদীতে পানির গভীরতা রয়েছে মাত্র চার ফুট। পানির গভীরতা না বাড়লে ফেরি চলাচলে অনিশ্চয়তা রয়েছে বলেও জানান, এই কর্মকর্তা।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!