• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শিমুলিয়া-কাঁঠালবাড়ীতে সীমিত আকারে ফেরি চালু


মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ আগস্ট ১৩, ২০১৮, ০৩:৩৯ পিএম
শিমুলিয়া-কাঁঠালবাড়ীতে সীমিত আকারে ফেরি চালু

মুন্সিগঞ্জ: দক্ষিণবঙ্গের ২১টি জেলার প্রবেশদ্বার মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে সীমিত আকারে ফেরি চলাচল শুরু হয়েছে। কে-টাইপগুলো ফেরি এ্যাম্বুলেন্সসহ হালকা, ছোট গাড়িগুলোকে নিয়ে যাতায়ত করছে। নাব্যতা সংকটের কারণে গেল কয়েকদিন ধরেই ফেরি চলাচল ব্যহত হচ্ছে নৌরুটে।

সোমবার বেলা ১২টার দিকে সীমিত আকারে কে-টাইপ ফেরি চলাচল শুরু হয়। ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকায় গাড়ির দীর্ঘ সাড়ি সৃষ্টি হয়েছে। এর আগে রাত ১২টার দিকে নৌরুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক শাহ মোঃ খালেদ নেওয়াজ জানান, লৌহজং চ্যানেলের পাশ দিয়ে কে-টাইপ ফেরি চলাচল করছে। হালকা, ছোট গাড়িগুলোকে ফেরির মাধ্যমে পার করে দেওয়া হচ্ছে। নাব্যতা সঙ্কটের কারণে বেশি লোড ফেরিতে নেওয়া যাচ্ছেনা। চ্যানেলে ড্রেজিং করে নাব্যতা সংকট নিরসনের কাজ চলছে বলে জানান তিনি।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!