• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শিমুলিয়া-কাঠালবাড়ি নৌ-রুটে আটকা পড়েছে দুই ফেরি


মুন্সীগঞ্জ প্রতিনিধি জুলাই ১০, ২০১৭, ০৪:৪৫ পিএম
শিমুলিয়া-কাঠালবাড়ি নৌ-রুটে আটকা পড়েছে দুই ফেরি

ফাইল ছবি

মুন্সীগঞ্জ: জেলার লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে নাব্যতা সংকটের কবলে পড়ে দু’টি ফেরি আটকা পড়েছে।

সোমবার (১০ জুলাই) ভোর ৪টায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন এবং রোববার (৯ জুলাই) রাত দেড়টায় কেটাইপ ক্যামেলিয়া ফেরি লৌহজংয়ের হাজরা চ্যানেলে আটকা পড়ে। এই রুটে সকল ফেরি চলাচল বন্ধ আছে।

শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক গিয়াস উদ্দিন পাটোয়ারি জানান, নাব্যতা সংকটের কারণে শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ফেরি রাত ১টার দিকে মকবুল উদ্ধার করা গেলেও বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও কে টাইপ ক্যামেলিয়া ফেরি দুটি আটকা পড়ে আছে। ভোর রাত ৪টার দিকে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন এবং রাত দেড়টার দিকে কে টাইপ ক্যামেলিয়া আটকা পড়ে। এই রুটে এখন সকল ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফেরি উদ্ধারে কাজ করছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!