• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিমুলিয়া ঘাটে ৫০০ কেজি জাটকা জব্দ


মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ জানুয়ারি ১৫, ২০১৮, ০১:০৪ পিএম
শিমুলিয়া ঘাটে ৫০০ কেজি জাটকা জব্দ

মুন্সীগঞ্জ: জেলার লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট থেকে ৫০০ কেজি জাটকা জব্দ করেছে কোষ্টগার্ড ও লৌহজং মৎস্য অফিসের কর্মকর্তারা। সোমবার (১৫ জানুয়ারি) রাত ৩টার দিকে যাত্রীবাহি একটি বাস থেকে জাটকা উদ্ধার করা হয়।

দুপুর সাড়ে ১২টার দিকে অভিযান শেষে তারা বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

লৌহজং উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা ইদ্রিস তালুকদার জানান, গভীর রাত থেকে সকাল পর্যন্ত শিমুলিয়া ঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ফেরি পারাপারের সময় কাঠালবাড়ি ঘাটগামী আব্দুল্লাহপুর পরিবাহনের যাত্রীবাহি বাস থেকে (ঢাকা মেট্রো-৭৯-২১)৫০০ কেজি জাটকা জব্দ করা হয়। সময় কাউকে আটক করা যায়নি।

অভিযানকালে উপস্থিত ছিলেন, কোষ্টগার্ডের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. নাসিম, কন্টিজেন্ট কমান্ডার মো. গিয়াস পিও, কোষ্টগার্ডের এল এস মো. শামীম, লৌহজং উপজেলা মৎস্য অফিসের অফিস সহকারি সেলিম ইসলাম প্রমুখ।

পরবর্তীতে দুপুর সাড়ে ১২টার দিকে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনির হোসেনের উপস্থিতিতে জব্দকৃত জাটকা বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!