• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত, লঞ্চ ও স্পিডবোট বন্ধ


মুন্সীগঞ্জ প্রতিনিধি অক্টোবর ২০, ২০১৭, ১২:৫৩ পিএম
শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত, লঞ্চ ও স্পিডবোট বন্ধ

মুন্সীগঞ্জ: জেলার লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে লঞ্চ ও স্পীডবোড চলাচল বন্ধ রয়েছে। বৈরি আবহাওয়া, পদ্মা তীব্র স্রোত এবং ঘূর্ণায়মান ঢেউয়ের কারণে লঞ্চ ও স্পিডবোট বন্ধ রাখে কর্তৃপক্ষ। শুক্রবার (২০ অক্টোবর) সকাল ১১টা থেকে এই নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ আছে এবং ৭টি ফেরি চলাচল করছে।

বিআইডব্লিউটিসি-এর সহকারি ব্যবস্থাপক জসিম উদ্দিন জানান, সকাল থেকে বৈরি আবহাওয়ার কারণে ফেরি চলাচল ব্যহত হচ্ছে। রো রো ফেরি ৪টি এবং ৩টি কে টাইপ ফেরি সীমিত আকারে চলাচল করছে। ঘাট এলাকায় ৫ শতাধিক যানবাহন রয়েছে, এর মধ্যে ৮০টি দুরপাল্লার বাস পারের অপেক্ষায় আছে।

বিআইডব্লিউটি-এর নৌ ট্রাফিক ইন্সপেক্টর মো. সোলেমান জানান, সকাল থেকে ছোট লঞ্চ ও স্পিডবোড চলাচল বন্ধ রাখা হয়েছে। যাত্রীদের রো রো ফেরিতে পারাপারের জন্য বলা হচ্ছে। সকাল থেকেই ছোট লঞ্চ বন্ধ রাখা হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বন্ধ রাখা হয় সকল লঞ্চ ও স্পিডবোট।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!