• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শিমুলিয়ায় পানির নিচে তিন নম্বর ফেরিঘাট


মুন্সীগঞ্জ প্রতিনিধি অক্টোবর ২১, ২০১৭, ০৩:২৫ পিএম
শিমুলিয়ায় পানির নিচে তিন নম্বর ফেরিঘাট

ফাইল ছবি

মুন্সীগঞ্জ: জেলার লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটের ৩ নম্বর ফেরিঘাট এলাকার প্লাটুন নিমজ্জিত হয়ে গেছে। পদ্মার তীব্র ঢেউয়ের কারণে প্লাটুনের ভেতর পানি প্রবেশ করে এই ঘটনা ঘটে। শনিবার (২১ অক্টোবর) দুপুর ১টার দিকে প্লাটুন নিমজ্জিত হয় এবং আগের অবস্থায় ফিরিয়ে আনতে কাজ করছে সংশ্লিষ্টরা।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মো. আরিফ জানান, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি এবং শ্রীনগর ফায়ার সার্ভিস প্লাটুনের ভেতর থেকে পানি অপসারণে চেষ্টা চালাচ্ছে। পানি অপসারণ হলে নিমজ্জিত প্লাটুন ভেসে উঠবে এবং পূর্বের অবস্থায় ফিরে আসবে। ফেরিতে যাত্রী ও যানবাহন লোড ও আনলোড করার উপযোগী হবে বলে জানান তিনি।

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) গিয়াস উদ্দিন পাটোয়ারি জানান, সকাল থেকেই শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে। বৈরি আবহাওয়া এবং পদ্মা তীব্র ঢেউয়ের কারণে ঘাট থেকে কোন যাত্রীবাহী নৌযান ছেড়ে যাচ্ছে না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া স্বাভাবিক হলে নৌরুটে নৌযান চলাচল শুরু হবে বলে জানান তিনি।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!