• ঢাকা
  • বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

‘শিল্প মন্ত্রণালয়ের জমি বিক্রি হবে না’


নিজস্ব প্রতিবেদক আগস্ট ৯, ২০১৬, ০৬:৫১ পিএম
‘শিল্প মন্ত্রণালয়ের জমি বিক্রি হবে না’

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, শিল্প মন্ত্রণালয়ের এক কাঠা জমিও আর লিজ দেয়া বা বিক্রি করা হবে না। আগে যা লিজ বা বিক্রি হয়েছে তা উদ্ধার করে শিল্প কারখানা স্থাপনের জন্য বরাদ্দ দেয়া হবে।

মঙ্গলবার (৯ আগষ্ট) টঙ্গীতে এটলাস বাংলাদেশ লিমিটেড কারখানা চত্বরে মোটরসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় স্বাস্থ্য অধিদপ্তরের ইপিআই প্রকল্পের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জন্য ৫৬২টি মোটরসাইকেল বিতরণ করা হয়।

মন্ত্রী আরো বলেন, অনেকেই শিল্প কারখানা করার কথা বলে জমি বরাদ্দ নিয়েছেন। কিন্তু সেখানে তারা কোনো শিল্প কারখানা স্থাপন করেননি। তারা সেখানে হাউজিংসহ নানা অবকাঠামো স্থাপন করেছেন।
 
মন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে শিল্পসমৃদ্ধ মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ আমাদের সরকারের রাজনৈতিক অঙ্গীকার।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!