• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শিশু পরিবারের দুই শিশুর শ্লীলতাহানি


কুষ্টিয়া প্রতিনিধি জুলাই ২৬, ২০১৬, ০৯:১৯ পিএম
শিশু পরিবারের দুই শিশুর শ্লীলতাহানি

কুষ্টিয়া সরকারি শিশু পরিবারের (বালিকা এতিমখানা) অফিস সহকারী নাসির উদ্দিনের বিরুদ্ধে ওই প্রতিষ্ঠানের দুই শিশু শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার, শুক্রবার শনিবার ও রোববার পর্যন্ত ধারাবাহিকভাবে এ ঘটনা ঘটলেও তা জানাজানি হয় মঙ্গলবার (২৬ জুলাই) দুপুর ৩টায়।

নির্যাতনের শিকার ওই দুই শিশুর বয়স ৮ ও ৯ বছর। তারা ওই এতিমখানায় প্রথম শ্রেণীতে পড়ে। 

গত এক সপ্তাহ ধরে বিভিন্ন দিনে শিশু পরিবারের অফিস সহকারী নাসির উদ্দীন দুই শিশুকে কার্যালয়ের একটি কক্ষে নিয়ে শ্লীলতাহানি করে। পরে মঙ্গলবার (২৬ জুলাই) সকালে নির্যাতনের শিকার একটি শিশু ফোনে বিষয়টি পরিবারের সদস্যদের জানালে হৈ চৈ পড়ে যায়। সমাজসেবা অধিদফতরের তত্বাবধানে সেখানে ১২৫ জন বিভিন্ন বয়সী শিশু পড়ালেখা করে।

শিশুদের বরাত দিয়ে কুষ্টিয়া সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক রোকসানা পারভীন বলেন, প্রাথমিক ভাবে জানা গেছে শিশুদের গায়ে ওই অফিস সহায়ক হাত দিয়েছে। তবে ধর্ষণের শিকার হয়েছে কিনা এই মূহুর্তে বলা যাচ্ছে না। নাসির উদ্দীনকে বদলী করা হচ্ছে। এছাড়া একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত লম্পট নাসির পলাতক ছিল।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!