• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শিশুটির চোখ দিয়ে রক্ত ঝরছে


আন্তর্জাতিক ডেস্ক জুলাই ৮, ২০১৭, ০৫:১৩ পিএম
শিশুটির চোখ দিয়ে রক্ত ঝরছে

ঢাকা: ভারতের হায়দরাবাদের অহনা আফজাল নামে তিন বছরের এক শিশুর চোখ থেকে অশ্রুর বদলে ঝরছে রক্ত। আর এই অস্বাভাবিক ঘটনায় উদ্বেগাকুল তার পরিবার ও চিকিৎসকরা।

শিশুটি এখন হাসপাতালে চিকিৎসাধীন; তাকে সারিয়ে তুলতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। খবর-টাইমস অব ইন্ডিয়া।

শিশুটির বাবা মোহাম্মদ আফজাল বলেন, দেড় এক বছর বয়সে নিউমোনিয়ায় আক্রান্ত হলে প্রচণ্ড জ্বরের পর অহনার রক্ত ঝরার এ উপসর্গ দেখা দেয়। প্রথমে নাক থেকে রক্ত ঝরছিল। এখন চোখ থেকে ঝরছে। এছাড়া কান ও মুখ থেকেও রক্ত ঝরছে।

অহনার চিকিৎসাকারী ক্যান্সার বিশেষজ্ঞ সিরিশা বলেন, সম্ভবত শিশুটি হেমাটিড্রোসে আক্রান্ত। এক্ষেত্রে রোগীর মেহ থেকে ঘামের মতো রক্ত ঝরে। তবে চিকিৎসার ফলে তার রক্ত ঝরা এখন অনেকটা কমে এসেছে। তবে তার দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন।

তবে আশাবাদী হতে পারছেন না আফজাল। তিনি বলেন, ‘আমি চিকিৎসকদের কাছে যখন জানতে চাইলাম, আমার মেয়ে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে তো? তারা কোনো উত্তর দিতে পারেনি।’

এ অবস্থায় মেয়ের সেরে ওঠার জন্য দেশের কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সহায়তা চাইছেন বাবা।

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Wordbridge School
Link copied!