• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শিশুদের ভারী স্কুলব্যাগ বহন নিষিদ্ধে আইন প্রণয়নের নির্দেশ


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৭, ২০১৬, ০৩:০৬ পিএম
শিশুদের ভারী স্কুলব্যাগ বহন নিষিদ্ধে আইন প্রণয়নের নির্দেশ

স্কুলগামী শিশুদের ভারী স্কুলব্যাগ বহন নিষিদ্ধে ৬ মাসের মধ্যে আইন প্রণয়ন করতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এ ছাড়া আইন প্রণয়নের আগ পর্যন্ত প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে শিশুদের শরীরের ওজনের ১০ শতাংশের বেশি ভারী স্কুলব্যাগ বহন করা যাবে না- এ মর্মে একটি সার্কুলার জারির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এর আগে গত বছরের ১১ সেপ্টেম্বর শিশুদের ওজনের ১০ শতাংশের বেশি ভারী স্কুলব্যাগ নিষিদ্ধ ও প্রি-প্রাইমারি শিশুদের স্কুলব্যাগ বহন না করতে আইন প্রণয়নে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট।

জনস্বার্থে সুপ্রিম কোর্টের তিন আইনজীবী এসএম মাসুদ হোসেন দোলন, মো. জিয়াউল হক ও আনোয়ারুল করিম গত ৯ আগস্ট এ রিটটি দায়ের করেছিলেন। ওই আবেদনের শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ শুনানিতে দুই সপ্তাহের মধ্যে আইন সচিব, শিক্ষা সচিব, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ও জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!