• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিশুর বিরুদ্ধে চার্জশিট, ৩ পুলিশ কর্মকর্তার শাস্তি


নিজস্ব প্রতিবেদক মে ১৪, ২০১৭, ০৫:৩৯ পিএম
শিশুর বিরুদ্ধে চার্জশিট, ৩ পুলিশ কর্মকর্তার শাস্তি

ঢাকা: রাজধানীর মিরপুরে ১১ মাসের শিশুর বিরুদ্ধে চার্জশিট দেয়ায় মামলাটির তদন্ত কর্মকর্তা মারুফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে পুলিশ সদর দফতর। একইসঙ্গে আরো দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করে নেয়া হয়েছে।

তারা হলেন- সহকারী পুলিশ কমিশনার (এসি) কাজী মাহবুবুল আলম ও ওসি (তদন্ত) সাজ্জাদ হোসেন। এছাড়া মিরপুর জোনের ডিসি এবং এডিসিকে সতর্ক করা হয়েছে।

রোববার পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) সহেলী ফেরদৌস স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সাজ্জাদ হোসেনকে প্রত্যাহার করে এপিবিএন মহালছড়িতে সংযুক্ত করা হয়েছে।

মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) কাজী মাহবুবুল আলমকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহারপূর্বক ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হচ্ছে। এ তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু হচ্ছে। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক এ নির্দেশ প্রদান করেছেন বলে বার্তায় বলা হয়।

১০ মাসের শিশুর বিরুদ্ধে চার্জশিট!

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Wordbridge School
Link copied!