• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শিশুরাই দেশ ভালো চালাতে পারে


ফেসবুক থেকে ডেস্ক আগস্ট ৪, ২০১৮, ০৪:৫৬ পিএম
শিশুরাই দেশ ভালো চালাতে পারে

ঢাকা: বাংলাদেশে শিশুরাই দেশ ভালো চালাতে পারে বলে মন্তব্য করেছেন ভারতে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে শনিবার ফেসবুকে এমন মন্তব্য করেন তিনি।

তসলিমা নাসরিন তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘বাংলাদেশ প্রাপ্তবয়স্কদের জন্য যোগ্য নয়। শিশুদের জন্য দেশটি উত্তম। শিশুরাই দেশ ভালো চালাতে পারে।’

তিনি বলেন, ‘প্রাপ্তবয়স্ক যারা আছে, তারা শিশুরও অধম। দেশ এখন শিশুদের লেগো খেলা। প্রাপ্তবয়স্কদের সত্যিকার প্রাপ্তবয়স্ক হতে হাজার বছর বাকি।’

তবে তসলিমা নাসরিনের এ স্ট্যাটাসের জবাবে অনেকেই বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন।

সুকান্ত চ্যাটার্জি নামের এক ব্যক্তি লিখেছেন, ‘বাংলাদেশের শিশুরা বয়স্কদের বুঝিয়েছে তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইবো না কেন?’

নিরঞ্জন নামে একজন লিখেছেন, ‘প্রাপ্তবয়স্ক যারা আছে, তারা শিশুরও অধম!’ মানে শিশুরা অধম? তুমি কথাটি মন্দ বলেছো। যদিও এখানে যোগ্য মানুষের অভাব খুব বেশি। আর বর্তমান প্রজন্ম যেদিন নেতৃত্ব দেবে সেদিন দুর্নীতি ও কমে যাবে, মন্দের সংখ্যাও কমে যাবে।’

মাহমুদা শেলি নামে অন্য একজন লিখেছেন, ‘শিশুরা দেখিয়ে দিয়েছে কী করে দেশটাকে চালাতে হয়। গুরু তুমি কাছ থেকে বাচ্চাদের কথা, আচার আচরণ, ওদের ব্যবহার কী যে মাধুর্যযুক্ত বলে বোঝানো যাবে না। কী পুলিশ, কী সাধারণ মানুষ, কী আমলা। আমি আমার এলাকায় ওদের দেখে থ মেরে গেছিলাম।’

সাওগাতা বড়ুয়া নামের একজন লিখেছেন, ‘এই বাচ্চাগুলো কাঁটাতার পেরিয়ে এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখালো । রাস্তা সাফ করার শিক্ষা আর অর্জিত বোধ নিয়ে এরা আগামীতে আরও অনেক সমাজের জঞ্জাল সাফ করবে, এই আশা রইলো।’

সোনালীনিউজ/জেএ

Wordbridge School
Link copied!