• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শীতার্ত মানুষের মাঝে স্বাধীনতা চিকিৎসক পরিষদের কম্বল বিতরণ


কুড়িগ্রাম প্রতিনিধি জানুয়ারি ১৫, ২০১৮, ০৭:০৬ পিএম
শীতার্ত মানুষের মাঝে স্বাধীনতা চিকিৎসক পরিষদের কম্বল বিতরণ

কুড়িগ্রাম : জেলায়  ৪ শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে স্বাধীনতা চিকিৎসক পরিষদ কুড়িগ্রাম জেলা শাখা। সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবে ঢাকা পঙ্গু হাসপাতালের সাবেক মহাপরিচালক ও বিশিষ্ট অর্থোপেডিক সার্জন প্রফেসর ডা. হামিদুল হক খন্দকারের সৌজন্যে এসব কম্বল বিতরণ করা হয়েছে।

বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. এস এম আমিনুল ইসলাম, ডা. সুদীপ কুমার বোস, স্বাধীনতা চিকিৎসক পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. ওমর আলী সরকার, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম, ডা. জি এম আরিফ প্রমুখ।

পঙ্গু হাসপাতালের সাবেক মহাপরিচালক ডা. হামিদুল হক খন্দকার জানান, উত্তরাঞ্চলের সীমান্তঘেঁষা কুড়িগ্রাম জেলায় প্রতিবছরই শীতের মাত্রা বেশি থাকে। এবার শীতের মাত্রা বেশি হওয়ায় এ জেলার অসহায় মানুষরা কষ্ট বেশি পাচ্ছে। এ জন্য অসহায় মানুষের পাশে সামান্য হলেও সহায়তার হাত বাড়িয়ে দিয়েছি। এ চেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!