• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শীতার্তদের পাশে জবি রোভার স্কাউট গ্রুপ


জবি প্রতিনিধি জানুয়ারি ১৯, ২০১৮, ১২:১৬ পিএম
শীতার্তদের পাশে জবি রোভার স্কাউট গ্রুপ

ঢাকা: ‘লোকে যদি কষ্ট পায় মাঘের শীতে, আমার উষ্ণতায় তৃপ্তি পাবো কিসে?’ এই স্লোগানকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ প্রতিবারের ন্যায় এবারো বার্ষিক শীতবস্ত্র বিতরণ করেছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান এ শীতবস্ত্র বিতরণ করেন।

এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান খন্দকার, বিভিন্ন ইউনিটের আর.এস.এল. বৃন্দ ও অন্যান্য রোভাররা উপস্থিত ছিলেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার-ইন-কাউন্সিলের সভাপতি মো. আরিফুল ইসলাম বলেন, জবি রোভার স্কাউট গ্রুপের সদস্যদের সহায়তা এবং উত্তোলিত অর্থের মাধ্যমে আমরা প্রায় ৫০০ জন শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করবো।

উদ্বোধন শেষে বিশ্ব স্কাউট আন্দোলনের সক্রিয় সদস্য হিসেবে একযুগ অতিবাহিত করায় জবি রোভার স্কাউটের সিনিয়র রোভার মেট ও জবি রোভার-ইন-কাউন্সিলের ট্রেনিং সম্পাদক রোভার মো. এনামুল হাসান কাওছারকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!