• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শীতের আগেই মিলছে শিম, তবে...


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১০, ২০১৮, ০৪:৫০ পিএম
শীতের আগেই মিলছে শিম, তবে...

ঢাকা: শীতকালীন সবজি হিসেবে পরিচিত শিম। তবে শীত আসতে এখনো অনেক দেরি। কিন্তু ইতিমধ্যে বাজারে দেখা মিলেছে শিমের। তবে দাম একটু চড়া। রাজধানীর বিভিন্ন বাজারে প্রতিকেজি শিম বিক্রি হচ্ছে ১৬০ টাকায়।

শুক্রবার (১০ আগস্ট) রাজধানীর খিলগাঁও, সেগুনবাগিচা, কাওরানবাজার, রামপুরা, মালিবাগ হাজীপাড়া এবং শান্তিনগরের বিভিন্ন বাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।

ব্যবসায়ীরা বলছেন, শিম ও ফুলকপি শীতকালীন সবজি। শীত আসতে এখনো বেশ সময় বাকি আছে। তবে শীতের আগাম সবজি হিসেবে শিম ও ফুলকপি ইতিমধ্যে বাজারে চলে এসেছে। আগাম বাজারে আসায় এ দুটি সবজির দাম একটু চড়া।

বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, মান ও বাজার ভেদে প্রতিকেজি শিম বিক্রি হচ্ছে ১৪০-১৬০ টাকায়। ছোট আকারের ফুলকপির পিস বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকায়। উস্তের কেজি বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকায়। আর পাকা টমেটো বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকায়।

শিমের দামের বিষয়ে কারওয়ান বাজারের ব্যবসায়ী রমিজ উদ্দিন বলেন, বাজারে যেকোনো সবজি নতুন আসলে দাম একটু বেশিই থাকে, এটা স্বাভাবিক। এখন এক কেজি শিম ১৫০ টাকায় বিক্রি করছি। একসময় এই শিমই ২০ টাকা কেজিতে বিক্রি হবে। কিন্তু ১৬০ টাকার শিমের যে স্বাদ তা ২০ টাকা কেজির শিমে পাওয়া যাবে না।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!