• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শীর্ষ এক ওলামাকে হত্যার টার্গেট ছিল ৬ জঙ্গির


বিশেষ প্রতিনিধি জুন ১২, ২০১৭, ০৬:২৬ পিএম
শীর্ষ এক ওলামাকে হত্যার টার্গেট ছিল ৬ জঙ্গির

ঢাকা: এই রোজাতেই দেশের শীর্ষ এক প্রগতিশীল ওলামাকে হত্যার টার্গেট করেছিল নব্য জেএমবির সশস্ত্র জঙ্গিরা। রাজধানীর নিউ সুপার মার্কেট জামে মসজিদের তারাবীর ইমাম ও গোয়েন্দা জালে আটক ৫ জঙ্গিকে গ্রেপ্তারের পর এ তথ্য জানিয়েছে কাউন্টার টেররিজম ইউনিট (সিটিইউ)।

সোমবার (১২ জুন)  কাউন্টার টেররিজম ইউনিট প্রধান মনিরুল ইসলাম জানান, গুলশানের হলি আর্টিজান হামলার একবছর উপলক্ষে নিউ জেএমবির সদস্যদের বড় ধরনের নাশকতার পরিকল্পনা চলছিল খোদ রাজধানীতে নিউমার্কেট এলাকার একটি মসজিদে বসে। সেখানে হত্যা পরিকল্পনা চূড়ান্ত করার সময় ওই মসজিদের তারাবীর ইমামসহ ওই ৬ জন ধরা পরে ডিএমপির সিটিটিসি বিভাগের গোয়েন্দা জালে। তারা ফাঁস করে ওই ওলামার নাম।

আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠনগুলো ই-মেইলে বাংলাদেশের জঙ্গিদের উসকানি দিচ্ছে বলেও দাবি মনিরুল ইসলামের।

নিরাপত্তার স্বার্থে শীর্ষ ওই ওলামার নাম প্রকাশ করেননি সিটিটিসি প্রধান। রিমান্ডে জিজ্ঞাসাবাদে জঙ্গিদের কাছ থেকে আরও চাঞ্চল্যকর তথ্য পাওয়ার আশা করছেন গোয়েন্দারা।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি/জেএ

Wordbridge School
Link copied!