• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শীর্ষস্থান আরও শক্ত হলো আবাহনীর


ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ২৯, ২০১৬, ১১:৪০ এএম
শীর্ষস্থান আরও শক্ত হলো আবাহনীর

দারুণ ভাবে চট্টগ্রাম পর্ব শেষ করলো ঢাকা আবাহনী। গতকাল (২৮ নভেম্বর) সোমবার তারা আরামবাগকে ২-০ গোলে হারিয়ে শীর্ষ ধরে রাখার পথ আরেকটু মজবুত করলো। প্রিমিয়ার লিগের প্রতিটি ম্যাচই তাদের জন্য বয়ে আনছে গুরুত্বপূর্ন সংবাদ। 

দুই আবাহনী যেমন নেমেছে সেই লড়াইয়ে। ঢাকা আবাহনী এ ক্ষেত্রে সুবিধাজনক জায়গায়। নিকটতম প্রতিদ্বন্দ্বী চট্টগ্রাম আবাহনীর চেয়ে পাঁচ পয়েন্টের অগ্রগামিতা ধরে রাখতে গতকাল আরামবাগের বিপক্ষে জয়টা ছিলো খুবই জরুরি। পেয়েছেও তারা। চট্টগ্রাম পর্ব থেকে শেখ রাসেল, শেখ জামালের মতো ঢাকা আবাহনীও ফিরছে তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে।

১৭ ম্যাচে ৩৯ পয়েন্ট ঢাকা আবাহনীর। চট্টগ্রাম আবাহনীর ৩৪। এই অগ্রগমিতা আবাহনীর কোচ জর্জ কোটানের মুখে হাসি ছড়িয়েছে ম্যাচের পর, ‘ছেলেদের পারফরম্যান্সে আমি খুশি। এই ব্যবধানটা ধরে রেখে চ্যাম্পিয়ন হতে চাই।’

ফরোয়ার্ডরা গোল না পাওয়ায় আগের ম্যাচে ব্রাদার্সের বিপক্ষে গোলশূন্য ড্র করে আবাহনী। গতকাল গোল পেলেন সানডে সিজোবা। ১৯ ও ৭১ মিনিটে জোড়া গোল করেছেন এই নাইজেরিয়ান স্ট্রাইকার। লিগে তাঁর হলো ১৮টি। তবে গোল করে দলকে হয়তো তিন পয়েন্ট এনে দিয়েছেন সানডে, কিন্তু আজও মাঠজুড়ে খেলেছেন লি। আক্রমণ-রক্ষণ সবই করেছেন। আবাহনীর আসল নায়ক এই ব্রিটিশ প্লে-মেকারই।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!