• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শীর্ষে থাকলেও ফেল বেড়েছে রাজশাহীতে


নিজস্ব প্রতিবেদক, রাজশাহী মে ৪, ২০১৭, ০২:০৫ পিএম
শীর্ষে থাকলেও ফেল বেড়েছে রাজশাহীতে

ঢাকা: এসএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার কমলেও গত বছরের মতো এবারও শীর্ষে অবস্থান করছে রাজশাহী বোর্ডই। এ বোর্ডে পাস করেছে ৯০ দশমিক ৭০ শতাংশ পরীক্ষার্থী। রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তরুণ কুমার সরকার এ কথা জানান।

গেল বছর রাজশাহী বোর্ডে পাসের হার ছিল ৯৫ দশমিক ৭০ শতাংশ। তার আগের বছর ৯৪ দশমিক ৯৭ শতাংশ।

এবার রাজশাহী শিক্ষা বোর্ডে মোট এক লাখ ৬৭ হাজার ৫৯০ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে এক লাখ ৫১ হাজার ৪০৬ জন। তিনটি বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ১৭ হাজার ৩৪৯ জন। এ বোর্ডে মোট কেন্দ্র ছিল ২৩২টি।

এদিকে সারা দেশে এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় পাসের হার ৮০ দশমিক ৩৫ শতাংশ। গত ২ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা শেষ হয় ২ মার্চ।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!