• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শুটিং শেষ, ব্যাংককে কী করছেন শাকিব-বুবলী


বিনোদন প্রতিবেদক জানুয়ারি ১৫, ২০১৮, ১০:১৬ এএম
শুটিং শেষ, ব্যাংককে কী করছেন শাকিব-বুবলী

শাকিব খান ও বুবলী

ঢাকা: ব্যাংককের অংশের শুটিং শেষ হল শাকিব খান ও বুবলী অভিনীত ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়্যা’। গত বছরের ডিসেম্বরে এফডিসি ও ময়মনসিংহের মনোরম লোকেশনে কয়েকদিনের চিত্রায়ন শেষ করেই ‘আমি নেতা হব’ ছবির গানের শুটিংয়ে ব্যাংককে যান শাকিব খান।

এর কয়েকদিন পর সেখানে ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়্যা’ ছবির গানের কাজের জন্য হাজির হন বুবলী। গত এক সপ্তাহে শুটিং শেষ করে ঢাকায় ফিরেছেন পরিচালক উত্তম আকাশ। তবে ফেরেননি শাকিব খান ও বুবলী। পরিচালক জানিয়েছেন, বুবলীর সোমবার রাতে দেশে ফেরার কথা রয়েছে। তবে শাকিবের ব্যাপারে জানাননি কিছু। এ নিয়ে সিনেমা অঙ্গনে নানা মন্তব্য করেছেন অনেকেই।

শাকিব খান ও বুবলী

পরিচালক জানান, ‘শাকিব খান ও বুবলীকে এ সিনেমায় নতুন সাজে দর্শক দেখতে পাবেন। বুবলী অাজ ঢাকায় ফিরবেন। ছবির আরো কিছু দৃশ্যায়নের কাজ বাকি রয়েছে। শাকিবের সঙ্গে শিডিউল মিলিয়ে এ ছবির বাকি কাজ শেষ করার করবো।’

বুবলী ব্যাংকক থেকে জানান, এখানে চিত্রায়িত এ ছবির গানগুলোর কোরিওগ্রাফি করেছেন ভারতের জনপ্রিয় নৃত্য পরিচালক বাবা যাদব। আশা করি, দর্শক গানগুলো পছন্দ করবেন। শামিম আহমেদ রনির ‘বসগিরি’ ও রাজু চৌধুরীর ‘শুটার’ ছবি দুটি দিয়ে বড় পর্দায় অভিষেক হয় শবনম বুবলীর।

গত ঈদে মুক্তি পায় শাহাদৎ হোসেন লিটন পরিচালিত ‘অহংকার’ ও আবদুল মান্নানের ‘রংবাজ’ নামের আরো দুটি ছবি। এসব ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন বুবলী। এরপরই পান দর্শকপ্রিয়তা। ছবিগুলো মুক্তি পাবার পর বেশ ভালো সাড়া পান এই অভিনেত্রী।

এরপর আবারো শাকিব খানের বিপরীতে ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়্যা’ নামের ছবিতে কাজ শুরু করেন তিনি। নতুন এ ছবির জন্য নোয়াখালীর ভাষা রপ্ত করেছেন বুবলী। আর সেই ভাষাতেই এ ছবিতে সংলাপ করেছেন ঢালিউডের এই অভিনেত্রী। এই সিনেমার পর শাকিব-বুবলীর পরবর্তী কাজ ‘সুপারস্টার’।

সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!