• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শুদ্ধাচার পুরস্কার পেলেন এআইবিএলের ৩৮ কর্মকর্তা


বিশেষ প্রতিনিধি জুলাই ২, ২০১৭, ০৭:১৯ পিএম
শুদ্ধাচার পুরস্কার পেলেন এআইবিএলের ৩৮ কর্মকর্তা

ঢাকা: শুদ্ধাচার চর্চার জন্য প্রণোদনা হিসেবে ৩৮ জন নির্বাহী কর্মকর্তাকে প্রশংসা সূচক পুরস্কার দিল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড (এআইবিএল)। এতে কর্মীদের মধ্যে সততা, ন্যায়নিষ্ঠতা এবং কাজের প্রতি উৎসাহ বাড়বে বলে মনে করছে ব্যাংকটি।

রোববার (২ জুলাই) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে পরিচালক পর্ষদের চেয়ারম্যান আবদুস সামাদ লাবু প্রধান অতিথি হিসেবে নির্বাহী-কর্মকর্তাদের ক্রেস্ট এবং সনদপত্র বিতরণ করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক বদিউর রহমান, আবদুল মালেক মোল্লা এবং ইঞ্জিনিয়ার খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ। ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের লক্ষ্যে সরকার ও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ব্যক্তি পর্যায়ে কর্তব্যনিষ্ঠা ও শুদ্ধাচার পরিপালনের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার দেয়ার রীতি চালু হয়।

এছাড়া এ কার্যক্রমের আওতায় ইতিপূর্বে বিভিন্ন সময়ে শাখা ব্যবস্থাপক ও কর্মকর্তাদের নৈতিকতা ও কর্মদক্ষতা উন্নয়নের লক্ষ্যে বিদেশে প্রশিক্ষণ ও বিভিন্ন প্রণোদনামূলক ভ্রমণের আয়োজন করা হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি/জেএ

Wordbridge School
Link copied!