• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শুভ বিদায় ক্যাপ্টেন...


ফেসবুক থেকে ডেস্ক এপ্রিল ৭, ২০১৭, ১২:১৭ এএম
শুভ বিদায় ক্যাপ্টেন...

ঢাকা: কলম্বোর প্রেমাদাসায় শ্রীলঙ্কাকে ৪৫ রানে হারিয়ে সিরিজে সমতা এনেছে বাংলাদেশ। বাংলাদেশের ১৭৬ রানের জবাবে শ্রীলঙ্কা অলআউট ১৩১ রানে। বিদায়ী টি-টোয়েন্টিতে ‘মাশরাফি ভাই’কে জয় উপহার দিতে চেয়েছিলেন সতীর্থরা। এ জয়ের মধ্য দিয়ে কথা রাখলেন তারা।

শুধু সতীর্থরাই নয়, মাশরাফির অসামান্য অবদান স্মরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। ফেসবুকে Sheikh Hasina Wazed থেকে মাশরাফিকে স্মরণ করে বলা হয়েছে, ‘শেষ ভালো যার,সব ভালো তার’ শুভ বিদায় ক্যাপ্টেন, বাংলাদেশ ও বাংলাদেশ ক্রিকেট তোমার অবদান আজীবন স্মরণ করবে।’

এই পোস্টে করা কমেন্টে Ashimkumar Das লিখেছেন, যারা মনোবল হারিয়ে, নিজেকে অসহায় ভাবছেন, তাদের জন্য মাশরাফির নাম অনুপ্রেরণা।

২০০৬ সালের নভেম্বরে নিজের অভিষেক টি-টোয়েন্টির নায়ক ছিলেন মাশরাফি। সেটা ছিল বাংলাদেশেরও প্রথম টি-টোয়েন্টি। আজ নিজের শেষ টি-টোয়েন্টিতে ম্যাচের নায়ক হতে পারেননি ঠিকই। তবে এই ম্যাচের পুরো আলোটা মাশরাফি বিন মুর্তজার ওপরই ছিল।

সোনালীনিউজ/এন

Wordbridge School
Link copied!