• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শুভাশিষ ঝড়ে লন্ডভন্ড বরিশাল


ক্রীড়া প্রতিবেদক অক্টোবর ২৩, ২০১৮, ০৮:৩৫ পিএম
শুভাশিষ ঝড়ে লন্ডভন্ড বরিশাল

ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় ক্রিকেট লিগের ২০তম আসরের চতুর্থ রাউন্ডের প্রথম স্তরের ম্যাচে বরিশাল বিভাগের বিপক্ষে পাঁচ উইকেট নিলেন রংপুর বিভাগের শুভাশিষ রয়। রংপুরের ক্রিকেট গার্ডেন স্টেডিয়ামে বরিশাল বিভাগের সোহাগ গাজীর পাঁচ উইকেট শিকারে প্রথম ইনিংসে ১৪৭ রানেই গুটিয়ে যায় রংপুর।

জবাবে শুভাশিষের বোলিং তোপে ১৪৭ রানে গুটিয়ে বরিশালও। ফলে প্রথম ইনিংস থেকে কোন দলই লিড পায়নি। এ অবস্থায় দ্বিতীয় ইনিংস শুরু করে দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ৭৭ রান তুলেছে রংপুর। ৭ উইকেট হাতে নিয়ে ৭৭ রানে এগিয়ে রংপুর।

এই স্তরের আরেক ম্যাচে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে ৫ উইকেট হাতে নিয়ে ১০৭ রান পিছিয়ে রাজশাহী বিভাগ। ৭ উইকেটে ২৮১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ৩০৯ রানে অলআউট হয় খুলনা।

জবাবে দিন শেষে ৫ উইকেটে ২০২ রান করেছে রাজশাহী বিভাগ। রাজশাহীর পক্ষে ফরহাদ হোসেন ৫৬ ও জুনায়েদ সিদ্দিকী ৪৭ রান করেন। খুলনার পক্ষে ২টি করে উইকেট নেন আল-আমিন হোসেন ও সৌম্য সরকার।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!