• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শুরু হচ্ছে তথ্যপ্রযুক্তি উৎসব ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬’


সাইফুল ইসলাম পারভেজ অক্টোবর ১৭, ২০১৬, ০৮:২০ পিএম
শুরু হচ্ছে তথ্যপ্রযুক্তি উৎসব ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬’

আগামী ১৯-২১ অক্টোবর রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে শুরু হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি উৎসব ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬’। এবারের ইভেন্টকে গতবারের থেকে আরও আকর্ষণীয় করে তুলতে পুরো ইভেন্টকে সফটওয়্যার প্রদর্শনী, মোবাইল ইনোভেশন বা গেমিং এক্সপো, ই-গভর্নেন্স এক্সপো, ই- কমার্স এক্সপোসহ ছয়টি এক্সপো রাখা হয়েছে।

এছাড়া পুরো ইভেন্টে দেশিয় ও আন্তর্জাতিক বক্তাদের উপস্থিতিতে আইটিসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে প্রায় ২০টি সেমিনার অনুষ্ঠিত হবে।

এছাড়া ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬-তে স্পিকার হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ঢাকা উত্তর সিটি করপরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপরেশনের মেয়র আনিসুল হক এবং সাঈদ খোকন।

এছাড়া বিভিন্ন দেশী বিদেশি আইটি প্রতিষ্ঠানের প্রধান ও উদ্যোক্তাসহ ৫০ জন স্পিকার উপস্থিত থাকবে বলে ধারনা করা হচ্ছে। এ ইভেন্ট সবার জন্য উন্মুক্ত থাকবে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!