• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শুরু হচ্ছে পদ্মহেম ধামের দুই দিনের সাধুসঙ্গ


বিনোদন ডেস্ক ডিসেম্বর ১৩, ২০১৬, ০৬:১৫ পিএম
শুরু হচ্ছে পদ্মহেম ধামের দুই দিনের সাধুসঙ্গ

ঢাকা: ফকির লালন সাঁইজির সংগীত আর বাণীতে মেতে থাকার উৎসবের নাম সাধুসঙ্গ। সাধু ও ভক্তদের মিলন মেলাও বলা যায় এই আয়োজনকে। আসছে ১৫ ও ১৬ ডিসেম্বর শুরু হচ্ছে পদ্মহেম ধামের এই দুই দিনব্যাপী সাধুসঙ্গ।

চলতি বছরের আগস্টে প্রয়াত আব্দুর রব ফকির গোপাল শাহ কে উৎসর্গ করা হয়েছে এবারের পদ্মহেম ধামের দু’দিনের সাধুসঙ্গ। মুন্সিগঞ্জের সিরাজদিখানের দোসরপাড়ায় বসবে এই সাধুসঙ্গের আয়োজন। ১৫ ডিসেম্বর বিকেল ৩টায় পদ্মহেম ধামে লালন সাঁইজির বাণীর মধ্য দিয়ে আসর শুরু করবেন কুষ্টিয়ার হেমাশ্রমের প্রতিষ্ঠাতা দরবেশ নহির শাহ।

আয়োজনে দুই বাংলার সাধুগুরুরা লালনসংগীত ও লালনের বাণী পরিবেশন করবেন। বাংলাদেশের লালন শিল্পীদের মধ্যে থাকবেন দরবেশ নহীর শাহ, রাজ্জাক বাউল, রিংকু, বাউল তকবির হোসেন, বজলু শাহ, বুড়ি ফকিরানী, সমীর বাউল, আরিফ বাউল, গোলাপী ফকিরানী প্রমুখ।

পদ্মহেম ধামের দুই দিনব্যাপী সাধুসঙ্গ সম্পর্কে -এর প্রতিষ্ঠাতা সভাপতি কবির হোসেন জানান, লালনের গান ও বাণী মানুষের মাঝে ছড়িয়ে দিতে আমাদের এ আয়োজন। অন্য বছরের মতো এবারও শান্তিপূর্ণভাবেই সাধুসঙ্গ পালন করতে পারবো আশা আছে।

সোনালীনিউজ/ঢাকা/এমটিএল

Wordbridge School
Link copied!