• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শুরুতেই দুই উইকেট নেই রাজশাহীর


ক্রীড়া ডেস্ক নভেম্বর ২১, ২০১৭, ০১:১৫ পিএম
শুরুতেই দুই উইকেট নেই রাজশাহীর

ঢাকা: মঙ্গলবারের (২১ নভেম্বর) ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে খুলনা টাইটানস। ফলে ব্যাটিংয়ে নামতে হয় রাজশাহী কিংসকে। তবে টাইটানস অধিনায়কের সিদ্ধান্তের ফলও হয়েছে মাত্র ১১ বলেই দুইটি ইউকেট হারিয়েছে রাজশাহী কিংস।

পাকিস্তানি জুনায়েদ খানের বলে প্রথমে মমিনুল হক এর পর ড্যানিয়েল বেল উইকেট হারায় মুশফিকুর রহীমের দল।

খুলনার একাদশে পরিবর্তন এসেছে দুটি। ধীমানের জায়গায় ঢুকেছেন জুনায়েদ খান। রাজশাহীর পরিবর্তন এসেছে চারটি। ডোয়াইন স্মিথ, ড্যানিয়েল বেল, জেমস ফ্র্যাঙ্কলিন ঢুকেছেন দলে।

তিন দিন বিরতি দিয়ে ফের মাঠের লড়াইয়ে নামছে খুলনা টাইটানস। এবার মাহমুদউল্লাহদের সামনে ড্যারেন স্যামির রাজশাহী কিংস। পয়েন্ট টেবিলে খুব একটা ভালো জায়গায় নেই তারা। হারের বৃত্তে বন্দি রাজশাহী মঙ্গলবার দুপুরের ম্যাচটি জিততে মুখিয়ে আছে। ৬ ম্যাচে দুটিতে জিতেছে রাজশাহী। খুলনার বিপক্ষে হেরে গেলে সেরা চারে থাকার হিসাবটা আরও কঠিন হয়ে যাবে তাদের। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে গাজী ও মাছরাঙা টেলিভিশন। 

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!