• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শুরুতেই মোস্তাফিজের আঘাত (লাইভ দেখুন)


ক্রীড়া প্রতিবেদক মে ২৪, ২০১৭, ০৪:৩২ পিএম
শুরুতেই মোস্তাফিজের আঘাত (লাইভ দেখুন)

ঢাকা: আগের ম্যাচের মতই টস জিতে বোলিং করতে নেমে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশের বোলাররা। ব্যাট করতে নেমে বলে বলে রান তুললেও শুরুতেই উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। টাইগারদের প্রথম সাফল্য এনে দিয়েছেন মোস্তাফিজুর রহমান। শেষ খবর পাওয়া পর্যন্ত ১ উইকেট হারিয়ে ৬৪ রান সংগ্রহ করেছে ব্ল্যাক ক্যাপসরা। টম ল্যাথাম ৩৬ এবং নেইল ব্রুম ২০ রান নিয়ে ব্যাট করছেন।

বুধবার (২৪ মে) ডাবলিনের ক্লনটার্ফে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষেও টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দীর্ঘ দিন পর ফিরেছেন নাসির হোসেন। ফিল্ডিংয়ে শুরুটা অবশ্য ভাল হয়নি টাইগারদের। প্রথম ওভারেই নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথামের ক্যাচ ফেলে দিয়েছেন নাসির। অনেক দিন পর আন্তর্জাতিক ম্যাচ খেলছেন, হয়তো সে জন্যই খানিকটা জড়তা তার।

নিজের প্রথম ওভারেই টাইগার শিবিরকে আনন্দে ভাসিয়েছেন মোস্তাফিজুর রহমান। তার বলেই সাকিব আল হাসানের হাতে ক্যাচ দিয়ে সাঝঘরে ফিরেছেন লুক রনকি।  

টানা তিন ম্যাচ জিতে ডাবল-লিগ পদ্ধতির ত্রিদেশীয় সিরিজের শিরোপা ইতিমধ্যেই নিশ্চিত করে ফেলেছে টম ল্যাথামের দল। তবে মাশরাফিদের কাছে আজকের ম্যাচটি খুবই গুরুত্বপুর্ণ। এই ম্যাচ জিতলে আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে ষষ্ঠ স্থানে উঠে আসবে লাল সবুজের দল। পাশাপাশি ২০১৯ সালে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট অনেকটাই নিশ্চিত হবে টাইগারদের।

আজকের ম্যাচে একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। সানজামুল ইসলামের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন নাসির হোসেন। অপরদিকে নিউজিল্যান্ড একাদশে তিনটি পরিবর্তন হয়েছে। জিমি নেশাম, হামিশ বেনেট ও জিতেন প্যাটেল একাদশে জায়গা পেয়েছেন।

বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, নাসির হোসেন, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হেসেন।

নিউজিল্যান্ড একাদশ: টম ল্যাথাম (অধিনায়ক), লুক রনকি, করি এন্ডারসন, রস টেইলর, নিল ব্রুম, কলিন মুনরো, ম্যাট হেনরি, মিচেল সেনানিয়ার, জিমি নেশাম, হামিশ বেনেট ও জিতেন প্যাটেল।

লাইভ দেখুন:

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!