• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শুরুর ধাক্কা কাটাতে লড়ছে শ্রীলঙ্কা


ক্রীড়া ডেস্ক জুন ১২, ২০১৭, ০৫:২১ পিএম
শুরুর ধাক্কা কাটাতে লড়ছে শ্রীলঙ্কা

ঢাকা: জিতলেই সেমিফাইনাল, হারলেই বিদায়। এমন সমীকরণের ম্যাচে টস হেরে পাকিস্তানের বিপক্ষে ব্যাট করছে শ্রীলঙ্কা। শুরুটা ভাল হয়নি লঙ্কানদের। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করেছে দ্বীপদেশটি। নিরোশান দিকভেলা ৫০ এবং অ্যাঞ্জেলো ম্যাথুজ ৭ রানে অপরাজিত আছেন।

সোমবার (১২ জুন) কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ১২তম ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় শ্রীলঙ্কা। দলীয় ২৬ রানে প্রথম উইকেট হারায় তারা। মাত্র ১৩ রান করে জুনায়েদ খানের বলে শোয়েব মালিকের তালুবন্দি হয়ে সাঝঘরে ফেরেন ওপেনার গুনাথিলাকা।

শুরুর ধাক্কা কাটিয়ে উঠতে কুশল মেন্ডিসের সাথে জুটি গড়েন নিরোশান দিকভেলা। তাদের ৫৬ রানের জুটি ভাঙেন হাসান আলী। বোল্ড হয়ে বিদায় নেওয়ার আগে ২৭ রান করেন মেন্ডিস। এরপর শূণ্য হাতেই বিদায় নেন দিনেশ চান্দিমাল। ফাহিম আশরাফের শিকার হয়ে সাঝঘরে ফেরেন তিনি। তবে একপ্রান্ত আগলে রেখে ক্যারিয়ারের চতুর্থ ওয়ানডে হাফ সেঞ্চুরি তুলে নেন দিকভেলা।

দুই দলই হার দিয়ে যাত্রা শুরু করে টুর্নামেন্ট। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে দক্ষিণ আফ্রিকার কাছে হারতে হয়েছিল ৯৬ রানে। অনেকেই ভেবেছিলেন, লঙ্কানদের পক্ষে আর ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। কিন্তু ভারতের বিপক্ষে তাঁরা ৩২১ রান টপকে জিতেছে।

পাকিস্তানের গল্পটাও একই রকম। তাঁরা প্রথম ম্যাচে ভারতের কাছে স্রেফ উড়ে গিয়েছিল। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। যে দলটির চ্যাম্পিয়ন্স ট্রফি এরই মধ্যে শেষ হয়ে গেছে। শ্রীলঙ্কা-পাকিস্তান দু’দলের কাছেই ম্যাচটি ডু অর ডাই। হারলেই সেই দলকে বাড়ি চলে যেতে হবে।

তবে কার্ডিফের ম্যাচটি বৃষ্টি ভেসে নিয়ে গেলে সেমিফাইনালে উঠে যাবে শ্রীলঙ্কা। কারণ, প্রথম দুই ম্যাচের পর প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের চেয়ে রানরেটে এগিয়ে শ্রীলঙ্কা। ফলে শেষ ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হলে পাকিস্তানিদের হতাশই হতে হবে।

পরিসংখ্যান বলছে, কার্ডিফে শ্রীলঙ্কার রেকর্ড খুব ভালো নয়। এখানে তাঁরা তিনটি ম্যাচ খেলে একটিতেও জয় পায়নি। সেমিফাইনালে উঠতে হলে লঙ্কানদের তাই দারুন কিছু উপহার দিতে হবে।

শ্রীলঙ্কা একাদশ: অ্যাঞ্জেলো ম্যাথুজ (অধিনায়ক), নিরোশান দিকভেলা, দানুসকা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, আসেলা গুনারত্নে, ধনঞ্জয় ডি সিলভা, থিসারা পেরেরা, সুরঙ্গা লাকমল, লাসিথ মালিঙ্গা, নুয়ান প্রদীপ।

পাকিস্তান একাদশ: সরফরাজ আহমেদ (অধিনায়ক), আজহার আলি, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইমাদ ওয়াসিম, ফাহিম আশরাফ, মোহাম্মদ আমির, হাসান আলি, জুনায়েদ খান।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!