• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেখ নজরুলের বর্ষা বিলাস


সাহিত্য সংস্কৃতি ডেস্ক জুলাই ২৪, ২০১৬, ০৬:০৬ পিএম
শেখ নজরুলের বর্ষা বিলাস

বিবাহিত বৃষ্টির দিন

বৃষ্টিকে নিয়ে আমার কোনো কবিতা নেই
নেই বৃষ্টিকে নিয়ে তোলপাড় কোনো স্মৃতি
সবাই যখন বলে, বৃষ্টি অমুক, বৃষ্টি তমুক
বৃষ্টি আমার প্রেম, ভালোলাগার টাপুর টুপুর
আমি তখন বোকার মতো-হা করে তাকিয়ে থাকি

আমার ঘরের পাশে শান বাঁধানো একটা পুকুর ছিল
তার সিঁড়িতে বসে, আমি অনেক যুবতি বৃষ্টিতে ভিজেছি
আমার উঠোনের একপাশে একটা জলপাই গাছ ছিল
তার নিচে দাঁড়িয়ে, আমি উপভোগ করেছি
ফোটা ফোটা উনিশ-কুড়ি বৃষ্টি
আমার ঘরের একমাত্র জানালায় শুনেছি
মাঝ বয়েসি বৃষ্টির কান্না, আরও যে কত কিছু...

থাক সে সব বৃষ্টির গল্প, নদীরও খুব অনুরোধ আছে
বৃষ্টির শৈশব যেনো গোপন থাকে, যে কোনো জলের ক্ষুধায়
জানি ভালোবাসার বৃষ্টিগুলো আজ বিবাহিত, সন্তানসম্ভবা
তাদের পাললিক ঠোঁটগুলো ফ্যাকাশে
টানটান কপাল কুঁচকানো
তাদের আকর্ষণীয় স্তনযুগল প্রার্থনায় নত,
আঙুল অসাড় অনুভূতিহীন, তারপর-
বৃষ্টিকে নিয়ে আমার কোনো কবিতা লেখা হলো না!

হয়তো বৃষ্টি নামবে

কাল যেমন ছিলাম, আজও তেমন
কাল আকাশে-মাটিতে বৃষ্টি ছিল
আজ আধো আলো-ছায়ার খেলা
হয়তো বৃষ্টি নামবে!
আমাদের আজ এবং কালের ভেতর
খুব বেশি পার্থক্য নেই
কাল ঘোষণা ছিলো আজ ঈদ
ঈদ শেষ!

কাল যাদের সঙ্গে কথা হয়েছে
আজও প্রায় তাদের সঙ্গেই কথা হচ্ছে
কথা, সংবাদ, শুভেচ্ছার ভাষা প্রায় একই রকম
মাঝখানে কেবল দু’একটি বাড়তি শব্দের যোগ
ঈদ মোবারক।
কিংবা যারা একটু বেশি অসাম্প্রদায়িক
তারা ব্যবহার করছেন, শুভেচ্ছা শব্দটি
কাল যাদের সঙ্গে দেখা হয়েছে
আজও প্রায় তাদের সঙ্গেই দেখা হচ্ছে

আমাদের আজ আর কালের ভেতর
তেমন কোনো পার্থক্য নেই
কেবল অনেকের গায়ে নতুন পোশাক
অনেকে বদলে নিয়েছে চুল আঁচড়ানোর ধরন
কাল যাদের শরীর আর মুখ থেকে
কিছু দুর্গন্ধ পাওয়া যাচ্ছিল
আজ তাদের শরীরে সুগন্ধির ছড়াছড়ি

কাল যেমন ছিলাম, আজও তেমন
কাল আত্মা কিছুটা সংযমের কেন্দ্রে ছিল
আজ মন কেন্দ্র অতিক্রম করে বৃত্তের বাইরে
কাল ঈদগাহ প্রস্তুতির কাজ চলছিল
আজ সমাপ্তির পর্ব চলছে।

আমরা যেখানে একে অপরের সঙ্গে
বুকে বুক মিলিয়েছি, হাতে হাত রেখেছি
যদিও সে বুক সবই ভালোবাসার
কিংবা, সে হাত সবই নিরাপদ কিনা, জানি না
আমাদের আজ আর কালের ভেতর
তেমন কোনো পার্থক্য নেই!

নিজের কথা বলি

কাল আয়নার সামনে দাঁড়িয়ে
নিজেকে পরখ করে, যেমন দেখেছিলাম-
আজও বিন্দুমাত্র তার পরিবর্তন নেই
বরং মাঝখানে আরও একটি পরিচ্ছন্ন
পোশাকের মৃত্যু হলো কিনা কে জানে?
হৃদয়ের ক্ষত কিছুতেই সারছে না
কাল যেমন রক্তের ক্ষরণ ছিল
আজ আবার ফিনকি দিয়ে বের হতে চাচ্ছে!

আমি ভালোবাসি আমার দেশ, আমার পতাকা
যে আমাকে ঘুমুতে একটু জায়গা দেয়
যে হাঁটার জন্য নিজের বুক পেতে দেয়
যে মনের জন্য অপরূপ ফুল ফোটায়
যে ঘুম ভাঙানোর জন্য জানালায় পাখি পাঠায়
যে ক্ষুধা মেটাতে নবান্নের দ্বার খুলে দেয়
যে উৎসবে পার্বণে মন ভরাতে গান শোনায়

আমি ভালোবাসি আমার দেশ, আমার পতাকা
যে আমাকে ভালোবাসার গল্প শোনায়
শ্যামল রমণীর ঠোঁটে চুম্বন আকার অধিকার দেয়
যে দারুণ তৃষ্ণায় মা মা করে চিৎকার করে ওঠে

কাল যেমন ছিলাম, আজও তেমন
কাল আকাশে-মাটিতে বৃষ্টি ছিলো
আজও মনে হচ্ছে অঝোরে বৃষ্টি নামবে
বৃষ্টি নামুক, সবার তাপিত প্রাণ শীতল হোক
সব রক্ত-চোখে নেমে আসুক ঝর-ঝর বৃষ্টির গান
সবাই চিৎকার করে বলুক-
সবাই বুকে থাপ্পর দিয়ে বলুক-
আমি ভালোবাসি আমার দেশ, আমার পতাকা
আর ভালোবাসি মানচিত্রের প্রতি ইঞ্চির স্পন্দন!

শেখ নজরুল : 
সাতক্ষীরার দেবহাটা উপজেলার জগন্নাথপুর গ্রামে জন্ম কবি শেখ নজরুলের। বাবা প্রয়াত স্কুল-শিক্ষক নূরুল ইসলাম এবং মা রাশিদা খানম। শেখ নজরুল ভ্রমণ করেছেন আমেরিকা, জাপান, চীন বেলজিয়াম, সিঙ্গাপুর, ব্যাংকক, হংকং, ভারত ও অন্যান্য বেশ কয়েকটি দেশ। পেয়েছেন শেরেবাংলা স্বর্ণ পদক (১৯৯৩), সাতক্ষীরা জাতীয় কবিতা পরিষদ পুরস্কার (২০০৯), স্বাধীনতা ফাউন্ডেশন পুরস্কার (২০১২)। প্রকাশিত গ্রন্থ ৪১টি। প্রথম প্রকাশিত কবিতার বই ‘যতক্ষণ তুমি মাধবী’।
কাব্যগ্রন্থ : ‘পাঁজরের মানচিত্রে অনেক নদী’, ‘কষ্টের অনুবাদ’, ‘মা ও জোনাক তারার কাব্য’, ‘অষ্টধাতুর মাদুলি’, ‘আমার খুনের তালিকায় জোছনাও আছে’, ‘মলাটবন্দি চেতনার কফিন’, ‘মেঘ সম্পাদনা’, ‘মীমাংসিত মৃত্যু অমীমাংসিত জীবনে’, ‘নারীনিধি’, ‘রাষ্ট্র বনাম একা’, ‘আপেল কাটা ছুরি’, ‘গোলাপি দরজা’, ‘পতাকায় ফাল্গুন মানচিত্রে বসন্ত’, ‘ফুলশুমারি’, ‘আমাদের ভদ্র হবার গল্প’, ‘এখন তুই মাঠ’, ‘আমি খেলছি’, ‘গোলাপেও দুর্দিন ফোটে‘।
ছড়াগ্রন্থ : ‘কার ঘাড়ে কে চড়ে’, ‘ফন্দিফিকির’, ‘কাঠমোল্লা’, ‘রাজনীতি এ্যটরেট জনগণ ডটকম’, ‘বুকের ভেতর বাংলাদেশ’, ‘বৃষ্টিকাব্য’, ‘বন্ধুকাব্য’, ‘মুঠির ভেতর আগুন ঝরে কার’, ‘সময়ের কাব্য’, ‘হায় পাখি’, ‘ছড়া বসন্ত’।
গল্পগ্রন্থ : ‘গ্লাসভাঙা দুপুর’।
আখ্যানকাব্য : ‘রাজাকারনামা’।
প্রবন্ধ : ‘গল্প রাতে নাটক সকালে’
তথ্যগ্রন্থ : ‘আন্তর্জাতিক দিবস জাতীয় ভাবনা’
সম্পাদিত গ্রন্থ : ‘আমার স্বপ্ন আমার স্বাধীনতা’, ‘কবিতায় বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর কবিতা’, ‘দুই বাংলার মুক্তিযুদ্ধের নির্বাচিত কবিতা’।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি

Wordbridge School
Link copied!