• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘শেখ হাসিনা দেশ বেচে না’


নিউজ ডেস্ক এপ্রিল ১১, ২০১৭, ০৭:৫১ পিএম
‘শেখ হাসিনা দেশ বেচে না’

ঢাকা: ভারতের সঙ্গে চুক্তি করে সরকার দেশ বেচে দিয়েছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এমন এক বক্তব্যের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি দেশকে রক্ষা করতে জানেন। প্রধানমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা দেশ বেচে না, রক্ষা করতে জানে। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে জানে, উন্নয়ন করতে জানে।’

মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে গণভবনে ভারত সফর বিষয়ে জানাতে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কথা বলেন। 

এসময় দেশ বেচার বিষয়ে তিনি রসিকতাও করেন। শেখ হাসিনা বলেন, ‘ধামা ভরে নিয়ে গেছি, ফেরি করে বেচে দিয়েছি।’ চার দিনের সফর শেষে ১০ এপ্রিল ঢাকায়ি ফিরেন প্রধানমন্ত্রী। এই সফরের আগে থেকে সমালোচনামুখর বিএনপি বলছে, সরকার দেশকে ভারতের কাছে বেচে দিয়েছে। গত ৯ এপ্রিল রাজধানীতে এক আলোচনায় খালেদা জিয়া বলেন, ‘আজকে দেশ বিক্রি করে দিয়েছে। সেজন্য পাঁচ বছরের জন্য এটা একটা চুক্তি করেছে- পাঁচ বছর তাকে থাকতে দিতে হবে। এই চুক্তি তো তিনি সেজন্য করলেন। ওই পাঁচ বছর পরে উনারা বোধ হয় কাগজে-কলমে দেশটাকে লিখে দিয়ে মনে হয় বিদায় নেবে আর কি।’

এই বক্তব্যের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে, এই কথাটা মনে রাখবেন। বিএনপি নেত্রী কী বললো, তা জানি না। এই কনফারেন্সের পরেও শুরু করবে ঘ্যানর ঘ্যানর। করলে করুক, এগুলো আমি পাত্তা দেই না। আমি জনগণের জন্য কাজ করে যাচ্ছি।’

শেখ হাসিনা বলেন, ‘আমি জীবনের মায়া করিনি, দেশের জন্য কাজ করি। কোথাও গেলে দেখার চেষ্টা করি মানুষের পায়ে স্যান্ডেল আছে কি না, পেটে ভাত আছে কি না। আমি দেখেছি কঙ্কালসার মানুষ। কোথাও গেলে আগে বলতো, ‘ভাত দে’। আজ বলে ‘বিদ্যুৎ দে’, ‘রাস্তা চাই’, ‘স্কুল চাই’। মানুষের চাওয়া পাল্টে গেছে।’

ভারতের সঙ্গে করা সব চুক্তি সরকার প্রকাশ করবে কি না-একজন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘আপনাদের আত্মবিশ্বাসের এতটা অভাব কেন? সবই তো আজ উন্মুক্ত। দুই দেশের আলোচনার সবই পত্রিকায় চলে এসেছে। এখানে রাখঢাকের কিছু নেই। তারা কী বললো, তাতেই আপনারা সন্দিহান হয়ে যাবেন?’

অন্য এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলন, ‘আমি কিছু চাইতে যাইনি, বন্ধুত্ব চাইতে গিয়েছিলাম, পেয়েছি। এখানে চাওয়া-পাওয়া দেনা-পাওনার বিষয় না।’ 

অন্য এক প্রশ্রের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রতিবেশী দেশের সঙ্গে সমস্যা আছে, সমস্যার সমাধানও আছে। প্রথমবার ক্ষমতায় এসে গঙ্গার পানিবণ্টন চুক্তি করেছি। এবার ল্যান্ড বাউন্ডারি চুক্তির বাস্তবায়ন হয়েছে।’

সোনালীনিউজ/ঢাকা/আতা

Wordbridge School
Link copied!