• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শেখ হাসিনাকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর চিঠি


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৩, ২০১৮, ০৯:১৯ পিএম
শেখ হাসিনাকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর চিঠি

ঢাকা : অস্ট্রেলিয়ার নব নির্বাচিত প্রধানমন্ত্রী স্কট মরিসন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়ে দুই দেশের সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন। আগামীতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে গভীর সম্পর্ক গড়ার জন্য প্রত্যাশা করেছেন মরিসন।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর চিঠিতে উল্লেখ করা হয়েছে, দুই দেশের মধ্যে গত বছর ১১ শতাংশ বাণিজ্য বেড়েছে। দুই দেশ সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে একযোগে কাজ করছে। এছাড়া ৪৯ হাজার প্রবাসী বাংলাদেশি অস্ট্রেলিয়ার উন্নয়নে ভূমিকা রেখেছেন।

চিঠিতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ রেহিঙ্গা সংকট মোকাবিলা করছে। এই সংকট মোকাবিলায় অস্ট্রেলিয়া ৭০ মিলিয়ন মার্কিন সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে। তিনি আগামীতে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হওয়ার জন্য প্রত্যাশা করেছেন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!