• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনাকে তুরস্কের প্রধানমন্ত্রীর ফোন


নিজস্ব প্রতিবেদক মার্চ ২৮, ২০১৭, ০৯:৩৭ এএম
শেখ হাসিনাকে তুরস্কের প্রধানমন্ত্রীর ফোন

ফাইল ছবি

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি এলদেরম। এ সময় সিলেটে জঙ্গিবিরোধী অভিযানের মধ্যে বোমা হামলার নিন্দা জানিয়েছেন তিনি।

সোমবার (২৭ মার্চ) সন্ধ্যায় তুরস্কের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন বলে তার প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন।

এ সময় দুই প্রধানমন্ত্রী প্রায় ১৫ মিনিট আলাপ করেন। আলাপকালে তুরস্কের প্রধানমন্ত্রী বাংলাদেশের সিলেটে জঙ্গি হামলার তীব্র নিন্দা করেন এবং হতাহতদের প্রতি সমবেদনা জানান। জঙ্গিবাদ দমনে বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করতেও ইচ্ছা প্রকাশ করেছেন তুরস্কের প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার সিলেটের ওই বাড়িতে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে শনিবার তাদের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনীর প্যারা কমান্ডোরা। তিন দিনের অভিযানে সিলেটের দক্ষিণ সুরমায় জঙ্গি আস্তানার নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী। এ সময় নারীসহ চার জঙ্গি নিহত হয়েছে। অভিযানের মধ্যেই শনিবার সন্ধ্যায় আতিয়া মহল থেকে এক কিলোমিটারের মধ্যে এক জায়গায় দুই দফা বিস্ফোরণে দুই পুলিশ সদস্যসহ ছয়জন নিহত হন।

সোনালীনিউজ ডটকম/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!