• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শেখ হাসিনাকে নোবেল দিতে চার লাখ আবেদন


নিউজ ডেস্ক অক্টোবর ৫, ২০১৭, ০৮:১৯ পিএম
শেখ হাসিনাকে নোবেল দিতে চার লাখ আবেদন

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শান্তিতে নোবেল পুরস্কার দিতে চার লাখ ৩০ হাজার মানুষ আবেদন করেছে নোবেল কমিটির কাছে। 

২০১৭ সালে নোবেল পুরস্কার দিতে অনলাইনে এ আবেদন করেন। নোবেল কমিটির কাছে পাঠানো পিটিশনের এটি একটি নতুন রেকর্ড।

বিষয়টিকে নোবেল কমিটির সাবেক সেক্রেটারি গেইর লন্ডস্ট্যান্ড অভূতপূর্ব বলে দাবি করেছেন। তিনি ১৯৯০ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত নোবেল কমিটির সেক্রেটারির দায়িত্ব পালন করেন।

নরওয়ে থেকে প্রকাশিত দ্য লোকাল পত্রিকায় গেইর লন্ডস্ট্যান্ড দাবি করেন, ১৯৯৪ সালে নোবেল কমিটির কাছে এরকম পিটিশনের জোয়ার এসেছিল। 

সেসময় অবশ্য কাউকে পুরস্কার দেওয়ার জন্য নয়, বরং ইয়াসির আরাফাত, শিমন পেরেজ এবং আইজ্যাক রবিনকে নোবেল দেওয়ার প্রতিবাদ জানিয়েছিলেন প্রায় দুই লাখ মানুষ। 

তবে নোবেল কমিটি একবার পুরস্কার দিলে তা ফেরত নিতে বা প্রত্যাহার করতে পারে না।

এ বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার জন্য নোবেল কমিটির কাছে অনলাইন পিটিশনের জমা পড়েছে। অন্যদিকে, মিয়ানমারের অং সান সু চির নোবেল পুরস্কার প্রত্যাহারের জন্যও প্রায় তিন লাখ পিটিশন জমা পড়েছে।

আগামী ৬ অক্টোবর শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হবে। তখনই জানা যাবে, কে পেলেন এবারের শান্তিতে নোবেল পুরস্কার।

প্রসঙ্গত, জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর ১৯৫৪ এবং ১৯৮১ সালে শান্তিতে নোবেল পুরস্কার পায়।

সোনালীনিউজ/জেএ

Wordbridge School
Link copied!