• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনার সঙ্গে ফিলিস্তিনের চার্জ দ্য এফেয়ার্সের সৌজন্য সাক্ষাৎ


নিজস্ব প্রতিবেদক মে ১১, ২০১৬, ০৭:২৪ পিএম
শেখ হাসিনার সঙ্গে ফিলিস্তিনের চার্জ দ্য এফেয়ার্সের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে  আজ বুধবার তাঁর গণভবনের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফিলিস্তিনের চার্জ দ্য এফেয়ার্স ইউসেফ এস ওয়াই রমাদান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, বৈঠকে তাঁরা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী ফিলিস্তিনের ভ্রাতৃপ্রতীম জনগণের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন ।

দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ প্রসঙ্গে আলাপকালে রমাদান বাংলাদেশে ফিলিস্তিনের পণ্যের শুল্কমুক্ত সুবিধা প্রদানের অনুরোধ জানান।

প্রেস সচিব আরও বলেন, তারা মধ্যপ্রাচ্যে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনীর’ আরবী সংস্করণ প্রকাশের বিষয় নিয়ে আলোচনা করেন।

সোনালীনিউজ/ঢাকা/মে

 

Wordbridge School
Link copied!