• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘শেখ হাসিনার সঙ্গে ভারতের মান-অভিমান চলছে’


নিজস্ব প্রতিবেদক মার্চ ১২, ২০১৭, ১০:৩৬ পিএম
‘শেখ হাসিনার সঙ্গে ভারতের মান-অভিমান চলছে’

ঢাকা: বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের জন্য বাইরের দেশের চক্রান্তে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে হারানো হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘শেখ হাসিনা চীন থেকে সাবমেরিন কিনেছেন, চুক্তি করেছেন। ভারত জানতে চেয়েছে, এই সাবমেরিন আপনি কার বিরুদ্ধে ব্যবহার করবেন? সে কারণে আজ তাদের (ভারত) সঙ্গে আপনাদের হয়তো মান-অভিমান চলছে।’

রোববার (১২ মার্চ) দুপুরে পুরানা পল্টনে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক আলোচনা সভায় গয়েশ্বর চন্দ্র রায় এ কথা বলেন। বাংলাদেশ ন্যাপ এ আলোচনা সভার আয়োজন করে। 

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘তার অর্থ এই না, আপনাকে তারা রিজেক্ট করছে। আপনাদের মধ্যে খুব আন্তরিক সম্পর্ক আছে, সেই সম্পর্ক ভাঙার নয়।’

প্রধানমন্ত্রীর দেয়া একটি বক্তব্যের উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘শেখ হাসিনা বলেছেন, খালেদা জিয়া নাকি “র”-এর এজেন্ট। “র” ও আমেরিকার মধ্যে সম্পর্কের মধ্য দিয়ে তিনি (খালেদা জিয়া) ২০০১ সালে ক্ষমতা এসেছেন। আমার মতো একজন সচেতন মানুষ এ কথায় হাসলাম। এটা বিশ্বাসযোগ্য কথা নয়।’ 
প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘বিএনপির রাজনীতি হচ্ছে বিদেশে বন্ধু আছে, প্রভু নয়। আর আপনার রাজনীতি হচ্ছে বিদেশে প্রভু আছে, বন্ধু নয়।’

ন্যাপের সভাপতি জেবেল রহমান গানির সভাপতিত্বে সভায় আর বক্তব্য দেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মুর্তজা, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, এলডিপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া প্রমুখ।

ভারতের গোয়েন্দা সংস্থা ও আমেরিকার চক্রান্তে নির্বাচনে হারে আ.লীগ


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!