• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেরপুরে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত


শেরপুর প্রতিনিধি জুন ২০, ২০১৮, ১০:১৮ পিএম
শেরপুরে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

প্রতীকী ছবি

শেরপুর: জেলা সদর উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ আল আমীন ফকির (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। র‌্যাবের ভাষ্য নিহত যুবক মাদক ব্যবসায়ী।

মঙ্গলবার (১৯ জুন) রাতে উপজেলার চুনিয়ার চর এলাকায় ঘটনা ঘটে। বুধবার (২০ জুন) আল আমিনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।

নিহত যুবক চুনিয়ার চর গ্রামের মজিবর রহমানের ছেলে।  

র‌্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রাজিব কুমার দেব বলেন, মঙ্গলবার (১৯ জুন) রাত সোয়া ৮টার দিকে র‌্যাবের একটি দল মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে সদর উপজেলার চুনিয়ার চর গ্রামে গিয়ে মাদক ব্যবসায়ীদের আটকের চেষ্টা করলে তারা র‌্যাব সদস্যদের উপর হামলা চালায়। হামলায় আরমান নামে র‌্যাবের গোয়েন্দা শাখার এক কনস্টেবল আহত হন। এ সময়  মাদক ব্যবসায়ীদের সঙ্গে বন্দুকযুদ্ধ  হয়।

তিনি দাবি করেন, বন্দুকযুদ্ধের সময় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বুধবার সকালে গুলিবিদ্ধ এক মাদক ব্যবসায়ীর লাশ পড়ে থাকার সংবাদ জানা গেছে।

অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, চুনিয়ার চর এলাকায় এক যুবকের লাশ পড়ে থাকার খবর পাওয়ার পর বুধবার (২০ জুন) দুপুরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

আল আমীনের স্বজনরা জানান, মঙ্গলবার (১৯ জুন) সন্ধ্যা ৭টার দিকে সোহাগ নামে আল আমীনের এক মামাত ভাই তাকে মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না। বুধবার সকাল ১০টার দিকে আল আমীনের গুলিবিদ্ধ লাশ হলুদ ক্ষেতে পড়ে থাকতে দেখা যায়।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!