• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
ফেডারেশন কাপ

শেষ আটে মুক্তিযোদ্ধা


ক্রীড়া প্রতিবেদক মে ১৫, ২০১৭, ০৯:৩৩ পিএম
শেষ আটে মুক্তিযোদ্ধা

ঢাকা: সন্ধার আগেই প্রথম দল হিসেবে ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে রহমগতগঞ্জ এমএফএস। তাদের পদাঙ্ক অনুসরন করে দ্বিতীয় দল হিসেবে শেষ আটে নাম লেখালো মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। সোমবার (১৫ মে) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের শেষ ম্যাচে নবাগত সাইফ এসসিকে ১-০ গোলে হারিয়েছে মাসুদ পারভেজের শিষ্যরা।
 
আগামী ২১ মে গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে শক্তিশালী ঢাকা আবাহনীর মুখোমুখি হবে মুক্তিযোদ্ধা। ঐ ম্যাচে আবাহনী জয় পেলে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে (চার পয়েন্ট) কোয়ার্টার ফাইনালে খেলার ছাড়পত্র পাবে আকাশী-নীল শিবির। আর মৌসুমের প্রথম আসর থেকেই ছিঁটকে পড়বে বড় বাজেটে গড়া আলোচিত দল সাইফ এসসি।

এদিন ভাল নৈপুণ্য দেখাতে পারেনি দশ কোটি টাকা খরচ করে গড়া সাইফ। উল্টো ম্যাচের ৪০ মিনিটে গোল হজম করতে হয়। ডানদিক থেকে মতিউরের নিঁচু ক্রসে বক্সের মাঝে বল পেয়ে প্লেসিং শটে বল জালে জড়িয়ে সাইফ এসসিকে লজ্জা দেন মুক্তিযোদ্ধার মিশরিয় ফরোয়ার্ড মোহাম্মদ জাকি শারহান (১-০)।

ম্যাচে এগিয়ে গিয়েই রক্ষণাত্মক কৌশল অবলম্বন করে মুক্তি শিবির। নিজেদের রক্ষণভাগকে সংহত রেখেই তারা মাঝে মধ্যে পাল্টা আক্রমণ রচনা করেছে। তবে এতে ব্যবধান বাড়াতে পারেনি। দ্বিতীয়ার্ধে গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে উঠে তারকা সমৃদ্ধ সাইফ।তবে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।

নিজেদের প্রথম ম্যাচে আবাহনীর সাথে ১-১ গোলে ড্র করেছিল সাইফ এসসি। এখন তাদের অপেক্ষায় থাকতে হবে আবাহনী-মুক্তিযোদ্ধা ম্যাচের জন্য। ঐ ম্যাচে আবাহনী ২-০ গোলে হেরে গেলেই কেবল শেষ আটে খেলতে পারবে নবাগত দলটি।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!