• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেষ ইচ্ছা পূরণ হলো না মীর কাসেমের


গাজীপুর প্রতিনিধি সেপ্টেম্বর ৪, ২০১৬, ১০:৩৬ এএম
শেষ ইচ্ছা পূরণ হলো না মীর কাসেমের

মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর শেষ ইচ্ছাটি পূরণ হলো না। এজন্য তার একটি আক্ষেপ রয়ে গেছে বলে জানিয়েছেন তার স্ত্রী খন্দকার আয়েশা খাতুন।

শনিবার সন্ধ্যায় মীর কাসেমের সঙ্গে কাশিমপুর কারাগার থেকে দেখা করে বের হয়ে যাওয়ার সময় গণমাধ্যম কর্মীদের কাছে এ কথা জানান তিনি।

খন্দকার আয়েশা খাতুন বলেন, মীর কাসেমের শেষ ইচ্ছা ছিল তার ছেলে ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমানকে দেখা এবং তার সঙ্গে কথা বলা। মৃত্যুর আগে আরমানের সঙ্গে বিভিন্ন বিষয়ে পরামর্শ করার ইচ্ছা ছিল তার। কিন্তু বেশ কিছুদিন ধরে আরমান নিখোঁজ থাকায় তার সঙ্গে কথা হলো না মীর কাশেমের।

খন্দকার আয়েশা খাতুন জানান, এ সরকারের আমলে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করে লাভ নেই। প্রাণভিক্ষা চাইলেও তা পাওয়া যেতো না। এ কারণে তিনি তা চাননি।

তিনি জানান, মীর কাসেম আলী সবাইকে শান্ত থাকতে বলেছেন এবং ধৈর্য্য ধারণ করতে বলেছেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!