• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শেষ মিনিটে দুর্ভাগ্যের শিকার বাংলাদেশের যুবারা


ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ৬, ২০১৭, ০৮:৪৭ পিএম
শেষ মিনিটে দুর্ভাগ্যের শিকার বাংলাদেশের যুবারা

ঢাকা: স্বাগতিক তাজিকিস্তানের সঙ্গে ড্র এবং মালদ্বীপের বিপক্ষে জয়, এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের মূল পর্বের দিকে এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ। ‘বি’ গ্রুপের তৃতীয় ম্যাচে উজবেকিস্তানকে রুখতে পারলে আরও এক ধাপ এগিয়ে যেত লাল সবুজের যুবারা। কিন্তু খেলার শেষ মিনিটে দুর্ভাগ্যের শিকার হলেন মাহবুব হোসেন রক্সির শিষ্যরা। 

সোমবার (৬ নভেম্বর) তাজিকিস্তানের দুশানবের রিপাবলিকান সেন্ট্রাল স্টেডিয়ামে লক্ষ্য পুরনের দিকেই হাঁটছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শক্তিশালী উজবেকিস্তানকে নির্ধারিত সময়ে আটকে রেখেছিল সুফিল-জাফর ইকবালরা। খেলা গড়িয়েছিল যোগ করা সময়ে। সেখানেও সফলতার দিকেই এগুচ্ছিল বাংলাদেশ। বাড়ানো চতুর্থ মিনিটের সাড়ে তিন মিনিট শেষ। শেষ বাঁসি বাজার অপেক্ষা করছে লাল সবুজের সমর্থকরা। ঠিক তখনই দুর্ভাগ্যের শিকার হল বাংলাদেশের যুবারা।

বাংলাদেশের ডিফেন্ডার আতিকুজ্জামানের আত্মঘাতী গোলে সর্বনাশ ঘটলো বাংলাদেশের। শেষ পযন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ল উজবেকিস্তান। দুর্দান্ত প্রতিরোধ গড়েও শেষ মুহুর্তে একরাশ হতাশা নিয়ে মাঠ ত্যাগ করতে হল লাল সবুজের দলকে।

তিন ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ পয়েন্ট। টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে আছে উজবেকিস্তান। 
বুধবার (৮ নভেম্বর) গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ঐ ম্যাচে জিতলেও সমীকরণের দিকে চেয়ে থাকতে হবে বাংলাদেশকে। নজর রাখতে হবে তাজিকিস্তানের বাকি দুই ম্যাচের ওপর।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!