• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেষ হলো পাঁচদিনের শিশু আনন্দমেলা


ফরহাদ খান, নড়াইল এপ্রিল ২০, ২০১৮, ১১:০৯ এএম
শেষ হলো পাঁচদিনের শিশু আনন্দমেলা

নড়াইল: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নড়াইল শেষ হলো পাঁচদিনব্যাপী শিশু আনন্দ মেলা। জেলা শিশু একাডেমি চত্বরে বৃহস্পতিবার (১৯ এপ্রিল) বিকেলে এ মেলা শেষ হয়।

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে পাঁচদিনব্যাপী মেলায় শিশু সমাবেশ, ঝুঁড়িতে বল নিক্ষেপ, আবৃত্তি, সঙ্গীত, নৃত্য, চিত্রাঙ্কন, শুনি ও উড়ি খেলা প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজো, শিশু নাট্যউৎসব ও সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়।

জেলা শিশু একাডেমির আয়োজনে এসব প্রতিযোগিতায় দুই শতাধিক শিশু অংশগ্রহণ করে। গত ১৫ এপ্রিল এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরী।

বৃহস্পতিবার (১৯ এপ্রিল) সমাপনী দিনে বিজয়ী শিশুদের মাঝে পুরষ্কার প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহবুবুর রশীদ ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম আব্দুল খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ওয়ালিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা শিশু একাডেমির আবৃত্তি শিক্ষক সৌরভ ব্যানার্জীসহ বিভিন্ন পেশার মানুষ।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!