• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেষকৃত্য সম্পন্ন হলো মহাশ্বেতা দেবীর


নিউজ ডেস্ক জুলাই ২৯, ২০১৬, ১০:১১ পিএম
শেষকৃত্য সম্পন্ন হলো মহাশ্বেতা দেবীর

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ হল প্রখ্যাত সাহিত্যিক মহাশ্বেতা দেবীর শেষকৃত্য। কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্যের সময় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার (২৯ জুলাই) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশিষ্ট সমাজসেবী, রাজনৈতিক কর্মী, কূটনীতিজ্ঞ এবং সাহিত্যিক মহাশ্বেতা দেবী। তার মৃত্যুর খবর পেয়ে দিল্লির কর্মসূচী বাতিল করে বৃহস্পতিবারই দেশে ফিরে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সকাল ৯টায় বেল ভিউ হাসপাতাল থেকে তার মরদেহ নিয়ে আসা হয় রবীন্দ্রসদনে। দুপুর পৌনে একটা পর্যন্ত জনসাধারণের শোক জ্ঞাপনের জন্যে এখানেই রাখা হয় তার দেহ। সেখান থেকে তার দেহ নিয়ে যাওয়া হয় কেওড়াতলা মহাশ্মশানে। সেখানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পূর্ণ হয় তার শেষকৃত্য। শেষ কাজ করেন মহাশ্বেতা দেবীর একমাত্র নাতি তথাগত ভট্টাচার্য।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!