• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
ফেসবুকে ঝড়

শোলাকিয়ায় কেন নিরাপত্তা নিশ্চিত করা গেলো না!


নিউজ ডেস্ক জুলাই ৮, ২০১৬, ০৮:৩৮ এএম
শোলাকিয়ায় কেন নিরাপত্তা নিশ্চিত করা গেলো না!

ঈদের মাত্র এক সপ্তাহ আগে ঘটে যাওয়া গুলশানের ঘটনার ক্ষত শুকাতে না শুকাতে দেশের সবচেয়ে বৃহৎ ঈদ জামাত স্থল শোলাকিয়ায় হামলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঝড় চলছে। প্রশ্ন উঠছে- এমন পরিস্থিতিতে এত লোকের সমাগম হবে জানার পরও সেখানে নিরাপত্তা নিশ্চিত করা গেলো না কেন।

দেশে বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে সেখানে জঙ্গি নির্মূলে চাই কৌশলী চিরুনি অভিযান উল্লেখ করে বিরেন্দ্র অধিকারী লিখেছেন, আজ সকালে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ্ ময়দানের কাছাকাছি বোমা হামলার মধ্য দিয়ে মনে হচ্ছে- জঙ্গিরা অবিরত হামলা পরিচালনায় সংকল্পবদ্ধ। তাই, জরুরিভিত্তিতে জঙ্গি নির্মূলে চাই চিরুনি অভিযান। তবে এটি সাধারণ কোনও চিরুনি অভিযান নয়, অত্যন্ত কৌশলী অভিযান হতে হবে।

মসজিদে বা ঈদের জামায়াতে কিংবা একটু জনসমাগম বেশি হলে সেখানে বোমা হামলা হওয়ার বিষয়টি স্বাভাবিক হয়ে উঠেছিল পাকিস্তানে। বাংলাদেশ কী তবে আন্তর্জাতিক কোনও ষড়যন্ত্রে পড়ে যাচ্ছে- এমন প্রশ্নও করেছেন অনেকে।

সাঈদ মুন্না লিখেছেন, পাকিস্তানি মডেল এর নতুন বাংলাদেশে আমরা। মসজিদ, মন্দির, গির্জা, পেগোডা, ঈদের জামাত কিছুই তো বাদ পরছে না। রক্তমাখা ঈদের দিন ভালো লাগছে না। তবুও শুভেচ্ছা। হারিয়ে যাওয়া বন্ধুরা ভালো থাকুন। স্বজন হারানো স্বজনেরা ভালো থাকুন। সুন্দর মানুষেরা ভালো থাকুন।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!