• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শ্যাননের সঙ্গে নির্বাচন নিয়ে কথা হয়েছে কিন্তু বলা যাবে না


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৬, ২০১৭, ০১:০৬ পিএম
শ্যাননের সঙ্গে  নির্বাচন নিয়ে কথা হয়েছে কিন্তু বলা যাবে না

ঢাকা: ঢাকায় সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি থমাস এ শ্যাননের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ বৈঠকে তিনি মার্কিন প্রতিনিধির সঙ্গে আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিশদ আলোচনা করেছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

সোমবার (৬ নভেম্বর) বেলা পৌনে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তাদের মধ্যে এ আলোচনা হয়। 

বৈঠক শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘সফররত যুক্তরাষ্ট্রের ছয় সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।’

তিনি বলেন, ‘মূলত থমাস এ শ্যানন রোহিঙ্গা ইস্যুতে আলোচনা করেছেন। এরপর বাংলাদেশের চলমান রাজনীতি ও আগামী জাতীয় নির্বাচন নিয়ে কথা বলেছেন।’

এক প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন, ‘চলমান রাজনীতি ও আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিশদ আলোচনা হয়েছে। তবে এসব নিয়ে এখন কিছু বলা যাবে না।’

খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে থমাস এ শ্যানন, ঢাকা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স জোয়েল রিফম্যান, ভারপ্রাপ্ত উপ-সহকারী সচিব থমাস ভাজদা, বিশেষ সহকারী লিসা বুজেনাস, রাজনৈতিক ও অর্থনৈতিক কনস্যুলার উইলিয়াম মোয়েলা এবং রাজনৈতিক কর্মকর্তা (নোটটেকার) রুম্মান দস্তগির উপস্থিত ছিলেন।

আর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন ও বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারিত্ব সংলাপে অংশ নিতে দু’দিনের সফরে শ্যানন রোববার ঢাকা আসেন।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!