• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শ্যামল কান্তিকে গ্রেফতার দাবিতে মানববন্ধন


নিজস্ব প্রতিবেদক মে ২৮, ২০১৬, ০৬:১৪ পিএম
শ্যামল কান্তিকে গ্রেফতার দাবিতে মানববন্ধন

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে নারায়নগঞ্জের শিক্ষক শ্যামল কান্তিকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ওলামা লীগ।

শনিবার (২৮ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ ওলামা লীগ।

মানববন্ধনে ওলামা লীগের সভাপতি মাওলানা আখতার হোসাইন বুখারী বলেন, ‘দেশের সব কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ফৌজদারি অপরাধে শাস্তি পেলেও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার পরও শ্যামল কান্তিকে কোন শাস্তি দেওয়া হয়নি। দেশি বিদেশি গণমাধ্যমের অনুসন্ধানে তার অপরাধের সত্যতা প্রমাণিত হয়েছে। অথচ শিক্ষামন্ত্রী তদন্তকমিটির মাধ্যমে শ্যামল কান্তির সাফাই গেয়েছেন।’

তিনি আরও বলেন, ‘যোগাযোগমন্ত্রী প্রকাশ্যে বাস ড্রাইভারকে প্রকাশ্যে কান ধরালেও সুশীল সমাজের কেউ এর প্রতিবাদ করেনি। কিন্তু শ্যামল কান্তিকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অপরাধে শাস্তি দেওয়ায় সেলিম ওসমানের বিরুদ্ধে বামপন্থিরা হাত ধুয়ে নেমে পড়েছে।’

এছাড়া মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন, ওলামা লীগের সাধারণ সম্পাদক আবুল হাসান শেখ, সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদের সভাপতি মাওলানা আব্দুস সাত্তার, বঙ্গবন্ধু ওলামা ফাউন্ডেশনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, জাতীয় কুরআন শিক্ষা মিশনের সভাপতি আবু বক্কর সিদ্দীক, বাংলাদেশ এতিম খানা কল্যাণ সমিতির সভাপতি মাওলানা মুস্তফা চৌধুরী প্রমুখ।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

 

Wordbridge School
Link copied!