• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শ্রমিকদের কাতারযাত্রায় ফিলিপিন্সের সাময়িক নিষেধাজ্ঞা


আন্তর্জাতিক ডেস্ক জুন ৭, ২০১৭, ০৯:৫৮ এএম
শ্রমিকদের কাতারযাত্রায় ফিলিপিন্সের সাময়িক নিষেধাজ্ঞা

ঢাকা: কাতারে নিজদেশের শ্রমিক পাঠানোর ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছেন ফিলিপিন্স সরকার। কাতারের সঙ্গে প্রতিবেশী কয়েকটি দেশের কূটনৈতিক সম্পর্ক অবনতির প্রেক্ষাপটে এ ঘোষণা দিলো দেশটি। 

আরব অঞ্চলের ইসলামপন্থী দলগুলোকে ইন্ধন যোগানোর অভিযোগ তুলে সোমবার কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ইয়েমেন ও মিশর। 

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ফিলিপিন্সের ২০ লাখের বেশি শ্রমিক কাজ করে। যাদের মধ্যে কাতারে আছে এক লাখ ৪০ হাজারের বেশি শ্রমিক।

ফিলিপিন্স সরকার চলমান সঙ্কটে বিদেশে থাকা শ্রমিকদের উপর ‘কি প্রভাব পড়ে’ তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। মঙ্গলবার এক বিবৃতিতে দেশটির শ্রমমন্ত্রী সিলভেস্তার বেলো বলেন, পরিস্থিতির পূর্ণ মূল্যায়ন না করা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। তিনি আরো বলেন, চারিদিকে মারাত্মক সব গুজব শোনা যাচ্ছে। বলা হচ্ছে, সেখানে কোনো কিছুই আর ঠিকঠাক নেই।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!