• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শ্রীদেবীর অকালপ্রয়ানে মর্মাহত শেবাগ-অশ্বিনরা


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ২৫, ২০১৮, ০২:০৬ পিএম
শ্রীদেবীর অকালপ্রয়ানে মর্মাহত শেবাগ-অশ্বিনরা

ঢাকা : ৫৪ বছর বয়সে প্রয়াত হলেন বলিউডের প্রখ্যাত নায়িকা শ্রীদেবী। তাঁর প্রস্থানে গোটা বলিউড শোকাহত। শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়ামহলেও। শনিবার রাতে দুবাইয়ের মোহিত মারওয়া নামের এক আত্মীয়র বাড়ীতে বিয়ের দাওয়াতে স্বপরিবারে উপস্থিত ছিলেন শ্রীদেবী। সেখানেই হঠাৎ হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন বলিউডের চাঁদনি খ্যাত নায়িকা। সেখানে উপস্থিত ছিলেন শ্রীদেবীর স্বামী বণি কাপুর ও মেয়ে খুশি। বণি কাপুরের আপন ভাই অনীল কাপুর ও সঞ্জয় কাপুর। সঞ্জয় জানিয়েছেন, এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শনিবার রাত ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে।

১৯৭৬ সালে দক্ষিণের তামিল ছবি ‘মুনদ্র মদিচু’র মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন শ্রীদেবী মাত্র ১৩ বছর বয়সে। এর আগেই তামিল ও হিন্দি ছবিতে কাজ করেছেন শিশু শিল্পী হিসেবে। এরপর বলিউডে নায়িকা হিসেবে অভিষেক হয় ১৯৭৮ সালে ‘শোলা শাওন’ ছবির মাধ্যমে। এরপর একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন। এর মধ্যে নাগিন, মিস্টার ইন্ডিয়া, চাঁদনি ছাড়া শ্রীদেবীর অসংখ্য সুপারহিট ছবি রয়েছে।

শ্রীদেবীর অকাল প্রস্থান মানতে পারছেন না তার সহকর্মীরা। তেমনি ক্রিকেটাররাও। ভারতের সাবেক ওপেনার বিরেন্দ্র শেবাগ টুইট করে লিখেছেন,‘ উনার মৃত্যুতে আমি স্তম্ভিত। পরিবারের জন্য সমবেদনা। ওম শান্তি!’

ভারতীয় টেস্ট দলের এক নম্বর স্পিনার রবিচন্দ্রন অশ্বিন শ্রীদেবীর মৃত্যুর খবর বিশ্বাসই করতে পারছেন না। তিনি লিখেছেন,‘ বিশ্বাসই হচ্ছে না শ্রীদেবী আর নেই। উনার আত্মীয় পরিজনরা শক্তি পাক।’ মোহাম্মদ কাইফ ট্ইুট করে লিখেছেন,‘ উনার মৃত্যুর খবরে আমি স্তম্ভিত। পরিবারের প্রতি সমবেদন রইল।’

সোনালীনিউজ/আরআইবি/

Wordbridge School
Link copied!