• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শ্রীলংকার অধিনায়ক হেরাথ


ক্রীড়া ডেস্ক অক্টোবর ২৪, ২০১৬, ০৯:৩৩ পিএম
শ্রীলংকার অধিনায়ক হেরাথ

ঢাকা : নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজ চোটের কারণে জিম্বাবুয়ে সফর মিস করছেন। তার জায়গায় শ্রীলংকাকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ অফ স্পিনার রঙ্গনা হেরাথ। গত দেড় বছর ধরে স্বপ্নময় সময় কাটাচ্ছেন এই অফ স্পিনার। এবার দেশকে নেতৃত্বও দেবেন হেরাথ। নিঃসন্দেহে এটা তার ক্যারিয়ারে বড় এক অর্জনই হয়ে থাকবে।

শ্রীলংকার ক্রিকেটে কোন বোলারের দেশকে নেতৃত্ব দেয়ার ঘটনা বিরল। ১৯৮৩ সালে সোমচন্দ্র  ডি সিলভা একজন বোলার হয়ে দ্বীপ দেশটির নেতৃত্বভার সামলেছিলেন। তারপর থেকে আর কোন বোলারই শ্রীলংকার নেতৃত্ব হাতে পাননি।

এত বছর পর সোমচন্দ্রের পর দ্বিতীয় বোলার হিসেবে লংকানদের নেতৃত্ব দিতে যাচ্ছেন হেরাথ। আর এই সুযোগ তিনি পেয়েছেন ম্যাথিউজের চোটের কারণে। সবকিছু ঠিক থাকলে হেরাথ হবেন শ্রীলংকার ১৩তম টেস্ট অধিনায়ক। লংকান দলে চোটের কারণে যোগ দিতে পারবেন না উইকেটরক্ষক ব্যাটসম্যান দিনেশ  চন্ডিমালও। 

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!