• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শ্রীলংকায় বন্যায় মৃত্যু ৮


আন্তর্জাতিক ডেস্ক মে ১৭, ২০১৬, ০৬:০৭ পিএম
শ্রীলংকায় বন্যায় মৃত্যু ৮

শ্রীলংকায় বন্যা ও ভূমিধসে ১০ মাসের শিশুসহ কমপক্ষে আট জনের প্রাণহানি এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

সরকার বন্যা কবলিত এলাকা ও ঢালের ওপর আশ্রয় নেয়া ব্যক্তিদের সরিয়ে নেয়ার জন্য সেনা মোতায়েন করেছে। এছাড়া পার্লামেন্ট ভবনসহ নিম্নাঞ্চলগুলো রক্ষা করতে নৌবাহিনী  সহায়তা করছে।

সোমবার কলম্বোর প্রধান বিমানবন্দর থেকে কমপক্ষে তিনটি ফ্লাইট ঘুরিয়ে দেয়া হয়েছে। রাজধানীতে অনেক স্কুল বন্ধ রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত সোমবার ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘন্টায় বিমানবন্দর এলাকায় ২৬২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে আবহাওয়া আরো খারাপ ও বুধবার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!