• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে শেরেবাংলার সেঞ্চুরি


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ১৬, ২০১৮, ০৯:৫৪ পিএম
শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে শেরেবাংলার সেঞ্চুরি

ফাইল ছবি

ঢাকা: শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে অনন্য  উচ্চতায় উঠতে চলেছে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম। বুধবারই (১৭ জানুয়ারি) যে এখানে ম্যাচের সেঞ্চুরি হয়ে যাচ্ছে। আরও পরিস্কার করলে, হোম অব ক্রিকেটে হতে চলেছে শততম ম্যাচ। এমন ম্যাচে বাংলাদেশ দল খেলতে পারলে বেশি ভাল হতো। কিন্তু সেটি হবার নয়। কারণ ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচ এরই মাঝে খেলে ফেলেছে বাংলাদেশ।

বাংলাদেশ ক্রিকেটের অনেক স্মরণীয় ম্যাচই রয়েছে শেরেবাংলায়। এই মাঠেই ২০১০ সালে নিউজিল্যান্ডকে বাংলাওয়াশ করেছিল সাকিব আল হাসানের দল। ২০১২ সালের এশিয়া কাপে মুশফিকুর রহীমের দল উঠেছিল ফাইনালে। ঘরের মাঠে বাংলাদেশের সবচেয়ে বেশি সাফল্য ধরা দিয়েছিল ২০১৫ সালে। সে বছর পাকিস্তান, ভারতের বিপক্ষে সিরিজ জয়ের পাশাপাশি দক্ষিণ আফ্রিকাকেও হারিয়েছিল মাশরাফির বাংলাদেশ। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে  ঐতিহাসিক টেস্ট জয়ের সাক্ষীও শেরেবাংলা।

সেই মাঠে শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে শততম ম্যাচ খেলছে। দু’দলের কাছেই ম্যাচটি তাই বিশেষ কিছু। শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়েরও স্মৃতি আছে এই মাঠে। ২০১৪ সালে দলটি লাসিথ মালিঙ্গার নেতৃত্বে টি- টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল। সেই স্মৃতি কী করে ভোলেন লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজ, ‘এই মাঠ শ্রীলঙ্কাকে অনেক আনন্দের উপলক্ষ এনে দিয়েছে। বিশেষ করে ২০১৪ সালে আমরা ঢাকায় দারুন করেছিলাম। তবে সেটি এখন ইতিহাস। আমাদের দলটা বদলে গেছে। এখানে কিছু ভাল স্মৃতি আছে। সামনে আরও ভাল কিছুর অপেক্ষায় আছি।’

শেরেবাংলায় শততম ম্যাচ খেলতে পেরে বেশ রোমাঞ্চিত হ্যামিল্টন মাসাকাদজা। তাঁর ভাষায়, ‘ঐতিহাসিক মুহূর্তের অংশ হতে পারার অনুভূতি দারুন। আমরা এখানে প্রথম ম্যাচটিও খেলেছিলাম।’

 সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!